জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Poco অফার দিচ্ছে তার স্মার্টফোনগুলির ওপর। Poco C3 স্মার্টফোনটির ওপর কোম্পানি দিচ্ছে অফার। এই স্মার্টফোনটির আগে দাম ছিল ৭৪৯৯ টাকা। অন্যদিকে ফোনটির ৩ জিবি বিকল্পটির দাম রাখা হয়েছিল ৭,৯৯৯ টাকা। তবে গ্রাহক এখন ফোনটিকে কিনতে পারবেন অফারের সাথে। এই ফোনটিকে গ্রাহক অফারের সাথে ফ্লিপকার্টে কিনতে পারবেন।
অফার
Poco Days Sale এ কোম্পানি নিজের এন্ট্রি লেভেল ফোন Poco C3 এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। সেখানে গ্রাহক পাবেন ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বিকল্প। অন্যদিকে ৭,৯৯৯ টাকায় গ্রাহক কিনতে পারবেন ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ফোনও। আগে এই ফোনটির বেস বিকল্পের দাম ছিল ৭,৪৯৯ টাকা। সেলটি চলবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত।
অফার কেবল এখানেই শেষ নয়। এই ফোনটি ছাড়াও অফার চলছে আরও কিছু Poco এর ফোনের ওপর।
Poco এর অন্য স্মার্টফোনগুলি যেমন Poco M2, Poco M2 Pro এর ওপর ও চলছে সেল। এই সেলে গ্রাহক যদি অ্যাক্সিস ব্যঙ্কের কার্ড ব্যবহার করে ফোনগুলি কেনেন তবে পাবেন অতিরিক্ত ছাড়ও।