Flipkart sale এ আজ ই কিনে নিন Poco এর জনপ্রিয় ফোনগুলি কম দামে। Poco এর প্রচলিত ফোন Poco M2 Pro কে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ৪০০০ টাকা ছাড়ের সাথে। এছাড়া রয়েছে বহু নতুন অফার। চলুন জানা যাক ফোনগুলির অফার সম্পর্কে,
অফার
POco এর জনপ্রিয় ফোন Poco M2 Pro এর ৬জিবি+৬৪ জিবি বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ৪০০০ টাকা ছাড়ের সাথে। এই ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে গ্রাহক কিনতে পারবেন ফোনটিকে। এছাড়া রয়েছে ১০% ছাড় ICICI Bank এর ক্রেডিট কার্ড ব্যবহারের ওপরে।
স্পেসিফিকেশন
Poco M2 Pro স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে Snapdragon 720 । ফোনটিতে ৪জিবি/৬জিবি র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।
ফোনের পিছনে ৪৮+৮+৫+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছারা সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সম্পন্ন ৪৩০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলাও জানা গিয়েছে।