নতুন বছরে ই কমার্স সাইট Flipkart এ Poco New Year Sale 2021 শুরু হয়ে গিয়েছে। এই সেলে গ্রাহক পোকো এর ফোনের ওপর পবেন ডিসকাউন্ট এবং অফার। Poco New Year Sale শুরু হয়েছে ১১ ই জানুয়ারি থেকে। এই সেল চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ আপনিও যদি বাজেট দামে এই ফোন কিনতে চান, তবে এই সেল আপনার জন্য। এই সেলের জন্য আলাদা করে পেজ বানিয়েছে ফ্লিপকার্ট।
অফার
Poco Smartphone এর ওপর ডিসকাউন্ট ছাড়াও দেওয়া হচ্ছে ১০% ছাড়, অর্থাৎ ১৫০০ টাকা পর্যন্ত ছাড়। এই সেলে Poco C3 কে ৩০% ছাড়ের সাথে ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহক।
স্পেসিফিকেশন
জানা গিয়েছে যে Redmi 9C স্মার্টফোনের মতো এই স্মার্টফোনেও ৬.৫৩ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া ফোনে দেওয়া হতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৫ এর প্রসেসর। মনে করা হচ্ছে এই ফোনে ৫০০০ mAh এর ব্যাটারি দেওয়া হবে যার সাথে থাকতে পারে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
ফোনটিতে ফটোগ্রাফির জন্য থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে দেওয়া হতে পারে একটি ১৩ mp প্রাইমারি ক্যামেরা, ২ mp এর ডেপথ সেন্সার এবং ২ mp এর ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্ট এ সেলফির জন্য থাকতে পারে ৫ mp এর একটি ফ্রন্ট ক্যামেরাও।