নতুন স্মার্টফোন কিনতে কে পছন্দ করেননা। কিছু মানুষ এখন প্রায় প্রতি বছর ফোন বদলাতে থাকেন। সেখানেই কিছু মানুষ নিজের প্রয়োজনের হিসেবে ফোন বদলাতে পছন্দ করেন। যদি আপনিও নতুন একটি ফোন কেনার কথা ভেবে থাকেন তবে Motorola আপনার জন্য এনেছে একটি নতুন সুযোগ। Motorola এর জনপ্রিয় ৫জি ফোন Moto G 5G কে গ্রাহক কিনতে পারবেন ছাড়ের সাথে। বলা বাহুল্য, এই ফোনে রয়েছে ৫,০০০ mAh এর ব্যাটারি । সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর।
অফার
Moto G 5G কে গ্রাহক কিনতে পারবেন ৪,০০০ টাকা ছাড়ের সাথে। আগে ফোনটির দাম ছিল ২৪,৯৯৯ টাকা। এখন তার দাম হয়ে দাঁড়িয়েছে ২০,৯৯৯ টাকা। গ্রাহক এছাড়া পাবেন ১৩,২০০ টাকার এক্সচেঞ্জ অফার। অর্থাৎ গ্রাহক এই ফোনটিকে পাবেন ৭,৭৯৯ টাকায়।
স্পেসিফিকেশন
Motorola এর Moto G 5G তে দেওয়া হয়েছে ৬,৭ ইঞ্চির ফুল Hd+ LTPS ডিসপ্লে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওএস এর ওপরে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Snapdragon 750G এর প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম। এইবার কথা বলা যাক ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে ২০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।