জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে প্রিমিয়াম ফোন Mi 10T কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
গ্রাহক এই সেলে Mi 10T কে কিনতে পারবেন ৪,০০০ টাকা ছাড়ে। ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ৩৫,৯৯৯ টাকা। আগে ফোনটির দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনের ওপরে রয়েছে ১৫,২০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ২০,৭৯৯ টাকায়৷
স্পেসিফিকেশন
Mi 10T ও Mi 10T Pro স্মার্টফোনগুলোতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। ডিসপ্লের পিক্সেল ১০৮০×২৪৪০ ও রিফ্রেশ রেট ১৪৪ Hz। এই ফোনগুলিতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য দুটি মোবাইলেই আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। Mi 10T তে পিছনের ক্যামেরা সেটআপে আছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর লেন্স, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অন্যদিকে, Mi 10T Pro এর পিছনের ক্যামেরা সেটআপে আছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর লেন্স, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ৫০০০ mAh এর ব্যাটারি আছে।