Lava কোম্পানি লঞ্চ করে দিয়েছে Lava Z1, Lava Z2, Lava Z2 এবং Z6। এই প্রতিটি স্মার্টফোনই বাজেট ক্যাটাগরির এবং দাম শুরু হচ্ছে মাত্র ৫,৪৯৯ টাকা। সাথে Lava যে নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে এসেছে তার BeFIT এবং দাম মাত্র ২,৬৯৯ টাকা।
Lava Z2 স্মার্টফোনে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্প রয়েছে। লাভা নতুন এই মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার ১৩ mp এবং ২ mp এর সেকেন্ডারি ক্যামেরাও থাকছে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ mp সেন্সার। Lava z2 মডেলের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা।
Lava z1 এ দেওয়া হয়েছে Croning Gorilla Glass 3 দেওয়া হয়েছে। এই ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ৫,৪৯৯ টাকা। এছাড়া লঞ্চ করা হয়েছে আরও দুটি ফোন। সেই ফোনদুটি হল Lava Z3, Lava Z4 স্মার্টফোন। গ্রাহক ৫,৪৯৯ টাকায় পেয়ে যাবেন মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন।