Infinix শুরু করে দিয়েছে তাদের ‘Infinix Days Sale’এর। এই সেলে শুরু হয়েছে ১৪ ই জানুয়ারি তে। শেষ হবে ১৬ ই জানুয়ারি পর্যন্ত। তবে এই সেলটি চলছে কেবল ইকমার্স সাইট ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে চলছে যে Infinix Sale সেখানে গ্রাহক ছাড়ের সাথে কিনতে পারবেন Infinix Note 7 স্মার্টফোনটিকে সস্তায়। চলুন জানা যাক ফোনটির অফার সম্পর্কে,
অফার
সেখানেই Infinix এর এই সেলে গ্রাহক কোম্পানির অন্যতম ফোন Infinix Note 7 কে কিনতে পারবেন ১০,৯৯৯ টাকায়।
স্পেসিফিকেশন
Infinix Note 7 এ ৬.৯৫ ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে । জানা গিয়েছে যে এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও হতে চলেছে ২০:৫:৯। আরও জানা গিয়েছে যে ফোনটি চলবে Mediatek Helio G70 প্রসেসরের চিপসেটে। ফোনটিকে লঞ্চ করা হবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে।
গ্রাহক এই ফোনটিকে পাবেন কোয়াড ক্যামেরা সেট-আপ। ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সার । এছাড়া সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। Infinix Note 7 এ থাকতে চলেছে ৫,০০০ mAh এর বড়ো ব্যাটারির সাথে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।