জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে বাজেট ফোন Tecno Spark Go 2020 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
এই ফোনটিকে সেলে গ্রাহক কিনতে পারবেন ১,৫০০ টাকা ছাড়ের সাথে। ২ জিবি+৩২ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। তবে ৬,৪৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৪৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৫,৯৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
Tecno Spark Go 2020 স্মার্টফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। ফোনে মিডিয়াটেক হিলিও এ২০ প্রসেসর থাকতে পারে। ফোনটিতে ২জিবি র্যাম থাকবে এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে।
ফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে ফাস্ট চার্জিং সম্পন্ন ৫০০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলাও জানা গিয়েছে।