২০২০ সালে অনেকগুলি স্মার্টফনকে কোম্পানি লঞ্চ করেছে ভারতীয় মার্কেটে। তার মধ্যে অন্যতম ফোন হল Samsung Galaxy M51। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭,০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। এখন গ্রাহক আকর্ষক অফারের সাথে ফোনটিকে কিনতে পারবেন Amazon India এর ওয়েবসাইটে।
ই কমার্স সাইট Ammzon Idia তে Samsung Galaxy M51 কে কম দামে বিক্রি করা হচ্ছে। ৬ জিবি+১২৮জিবি বিকল্পটিকে ২২,৯৯৯ তাকায় গ্রাহক কিনতে পারবেন। সাথে এই ফোনের ওপর রয়েছে ১১,০০০ তাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অর্থাৎ গ্রাহক যদি ফোনটিকে এক্সচেঞ্জ করেন তবে কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়।
স্পেসিফিকেশন
Samsung Galaxy M51 এ দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড+ Infinity ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Snapdragon 730G প্রসেসর। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি, তবে সাথে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ও।ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো , ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং আরও একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৭০০০ mAh এর ব্যাটারির সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।