আজ Asus এর ROG Phone 3 এর ওপর দেওয়া হচ্ছে ফ্ল্যাট ২ হাজার টাকার ছাড়। ফ্লিপকার্টে ফোনটির ওপর দেওয়া হচ্ছে Mobile Bonanza সেল। সেই সেলেই গ্রাহক ROG Phone 3 এর ওপর দেওয়া হচ্ছে ছাড়।
Asus ROG Phone 3 কে ৮জিবি+১২৮জিবি স্টোরেজের বিকল্পটিকে ডিস্কাউন্টের সাথে ৪৪,৯৯৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। সেখানেই গ্রাহক যদি HDFC Bank এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে তা গ্রাহক কিনতে পারবেন ৪৩,২৪৯ টাকায়। অন্যদিকে ছাড় রয়েছে ১২ জিবি র্যাম বিকল্পটির ওপর ও। এই ফোনটিকে ছাড়ের সাথে গ্রাহক কিনতে পারবেন ৪৭,৯৯৯ টাকায়। কিন্তু ব্যাঙ্ক ছাড়ের পড়ে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৪৬,২৪৯ টাকায়।
ফ্লিপকার্টের এই সেলে গ্রাহক ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ওপর পাবেন বহু আকর্ষণীয় ছাড়। এই সেলে ছাড়ের সাথে উপলব্ধ করা হয়েছে Iphone SE, Samsung Galaxy F41, Redmi 9I, Poco M2 এবং Realme C11 কে।
Asus ROG Phone 3 এর স্পেসিফিকেশন
ROG Phone 3 এ দেওয়া হয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল Hd+ Amoled ডিসপ্লে। এই স্মার্টফোনটিকে চালানো হয় Snapdragon 865+ প্রসেসর। অন্যদিকে ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হয়েছে ২৪ mp এর ফ্রন্ট ক্যামেরা।