Xiaomi ২০২০ এর শেষে ঘোষণা করেছে প্রথম বারের জন্য No 1 Mi Fan Sale এর কথা। এই সেল চলবে ১৯ এ ডিসেম্বর তথা আজ থেকে ২২ এ ডিসেম্বর পর্যন্ত। এই সেলে গ্রাহক ফোনের ওপর পাবেন ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়। সেখানেই ল্যাপটপের ওপর ৯,০০০ টাকা পর্যন্ত ছাড়। চলুন জানা যায় এই সেলে কোন ফোনগুলির ওপর পাবেন ছাড়।
Redmi Note 9 সিরিজ
No 1 Mi Fan Sale এ গ্রাহক Redmi Note 9 সিরিজের ওপর ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। গ্রাহক Redmi Note 9 কে কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়। Redmi Note 9 Pro সেলে ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। Redmi Note 9 Pro Max এর দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা
Redmi 9 সিরিজ
এই সেলে গ্রাহক Redmi 9 এর ওপর পাবেন ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। সেখানেই Redmi 9A কে গ্রাহক কিনতে পারবেন ৬,৯৯৯ টাকায়। অন্যদিকে Redmi 9 Prime এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।
Mi 10 সিরিজ
এই সেলে গ্রাহক Xiaomi Mi 10T স্মার্টফোনকে কিনতে পারবেন ৩৫,৯৯৯ টাকা দামের সাথে। অন্যদিকে Mi 10T Pro এর দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।