টেলিকম কোম্পানি Vodafone Idea তাদের আগের কিছু প্ল্যান আবারঅ ফিরিয়ে আনতে চলেছে। নতুন রূপে লঞ্চ করা হয়েছে সেই সমস্ত প্ল্যানগুলিকে। এই প্ল্যানগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হল কেবল ডেটা বাঁ কলিং নয়, এই প্ল্যানের সাথে গ্রাহক পবেন হেলথ ইনসিওরেন্স। কোম্পানি এই সমস্ত প্ল্যান শুরু কেবল ৫১ টাকা থেকে। গ্রাহক এই প্ল্যানগুলির সাথে পাবেন Birla Health Insurance। বলা বাহুল্য গ্রাহক একই ধরণের সুবিধা পেতে চলেছেন ৩০১ টাকার প্ল্যানেও। সম্প্রতি এই প্ল্যানগুলি সম্পর্কে আধিকারিক ওয়েবসাইটে কোম্পানি সমস্ত তথ্য শেয়ার করেছে। সেখানে প্ল্যানের সাথে যে হেলথ ইনসিওরেন্স দেওয়া হবে সেই সম্পর্কে ও সমস্ত তথ্য দেওয়া হয়েছে।
Vodafone Idea এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্রাহক ৫১ টাকা এবং ৩০১ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে হেলথ ইনসিওরেন্স পাবেন। এই প্ল্যানগুলি গ্রাহক নিলে, তিনি যদি অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকেন তবে ১,০০০ টাকা প্রতিদিনের হিসেবে দেওয়া হবে। আর যদি আইসিইউ তে থাকেন তবে দেওয়া হবে ২০০০ টাকা।
এই প্ল্যানের নাম কোম্পানি Vi Hospicare দিয়েছে। এর মধ্যে দেওয়া বিমার সুবিধা গ্রাহক পাবেন যে কোনও প্রাইভেট হাসপাতালে। কোম্পানি তরফ থেকে আরও জানানো হয়েছে যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে প্রথম দিন থেকে এই বীমার আবেদন গ্রাহক করতে পারবেন। তবে অন্য বিষয়ে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। তার পরে ছাড়া পাওয়ার পরে সার্টিফিকেট দেখালে এই টাকা তিনি পেয়ে যাবেন।