Samsung Galaxy S21 সিরিজ লঞ্চের আগে Samsung Galaxy S20 সিরিজের দাম কমে গেল ভারতে। এখানে দাম কমে গিয়েছে Samsung Galaxy S20, S20 Pro এবং S20 Ultra এর। ৯১ মোবাইলস এর রিপোর্ট অনুসারে, Galaxy S20+ এর দাম ১৫,৯৯১ টাকা কমে গিয়েছে। অর্থাৎ গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৫৬,৯৯৯ টাকায়। বলা বাহুল্য, আগামী বৃহস্পতিবার ভারতে লঞ্চ করতে চলেছে Galaxy S21 সিরিজ। এই সিরিজেও আগের S20 সিরিজের মতো লঞ্চ করা হবে তিনটি স্মার্টফোন।
Samsung Galaxy S20 সিরিজের দাম কত হল কম?
অফলাইন মার্কেটের সূত্র হতে জানা গিয়েছে যে Galaxy S20 এর দাম কমিয়ে দেওয়া হয়েছে। Samsung Galaxy S20 স্মার্টফোনকে এখন গ্রাহক কিনতে পারবেন ৭২,৯৯০ টাকার জায়গায় ৫৬,৯৯৯ টাকায়। অর্থাৎ গ্রাহক পাবেন ১৫,৯৯১ টাকার ছাড়।
সেখানেই Samsung Galaxy Ultra কে গ্রাহক কিনতে পারবেন ৮৬,৯৯৯ টাকার স্থানে ৭৬,৯৯৯ টাকায়। অন্যদিকে ফ্লিপকার্টে গ্রাহক S20+ কে কিনতে পারবেন ৫৪,৯৯৯ টাকায়। অর্থাৎ পাবেন আরও ২ হাজার টাকার ছাড়। সেখানেই Samsung Galaxy S20 কে বিক্রি করা হচ্ছে ৪০,৯৯৯ টাকায়।