ভারতে স্মার্টফোনের ওপর এখন দেওয়া হচ্ছে একের পর এক ছাড়। গ্রাহক যদি নতুন মোবাইল কিনতে চান, তবে এটি তার জন্য একটি আদর্শ সময় হতে পারে। এমন অবস্থায় Maple Online এবং Offline স্টোরে Iphone 12 Series, Iphone 11 Series এবং Iphone XR এর ওপর দেওয়া হচ্ছে ১৭,০০০ টাকা পর্যন্ত ছাড়।
কেনার সবচেয়ে ভালো সময়
আপনি যদি অ্যাপেলের নতুন আইফোন ১২ অথবা অন্য যে কোনও আইফোন কিনবেন বলে ভেবে থাকেন তবে আপনার জানা উচিৎ যে Maple এর অনলাইন এবং অফলাইন স্টোরে ছাড় দেওয়া হচ্ছে আইফোনের ওপর। এখানে গ্রাহক পাবেন আইফোনের ওপর বেস্ট ডিল।
Iphone 12 pro Max এর ওপর বাম্পার ছাড়
Maple Online এবং Offline এর স্টোর এ Apple এর Iphone 12 Pro Max এর ১২৮ জিবি বিকল্প টির ওপর পাবেন ১৩,০০০ টাকার ছাড়। HDFC Bank এর কার্ড ব্যবহারে গ্রাহক পাবেন ৫,০০০ টাকার ছাড়। সেখানেই গ্রাহক পাবেন ৮,০০০ ফ্ল্যাট ডিসকাউন্ট। অর্থাৎ ছাড়ের পরে ফোনটির দাম হচ্ছে ১,১৪,৯০০ টাকা।
অন্যদিকে Iphone 12 এর ওপর ৯,০০০ টাকার ছাড় পাবেন। অর্থাৎ গ্রাহক এই ফোনটিকে এই সেলে কিনতে পারবেন ৭৬,৯০০ টাকার স্থানে ৬৭,৯০০ টাকায়। Iphone 11 Pro Max এ ১২,০০০ টাকা ডিসকাউন্ট এর সাথে HDFC কার্ড দিয়ে কিনলে পাবেন ২,০০০ টাকার ক্যাশব্যাক। অর্থাৎ এখন গ্রাহক ৮৫,৯৯০ টাকায় কিনতে পারবেন। সেখানেই Iphone 11 pro কে গ্রাহক কিনতে পারবেন ৭৭,৯৯৯ টাকায়। Maple স্টোর এ Iphone XR কে গ্রাহক কিনতে পারবেন ৩৮,৯০০ টাকায়। সেখানেই Iphone SE 2020 কে গ্রাহক কিনতে পারবেন ৩০,৯০০ টাকায়।