Flipkart এ Poco এর স্মার্টগুলির ওপর দেওয়া হয়েছে চলেছে বাম্পার ছাড়, যার ফলে গ্রাহক কম দামে কিনতে পারবেন Poco এর ফোনগুলি। ৩-৬ ডিসেম্বর পর্যন্ত চলবে Poco Days Sale। এই সেলে গ্রাহক Poco X3, Poco C3, Poco M2 এবং Poco M2 Pro এর ওপর পেয়ে যাবেন বড় ছাড়।
এই সমস্ত এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জ ফোন অর্থাৎ যা সমস্ত ফোনের দাম ৭ হাজার থেকে ১৯ হাজার টাকা, সেই সমস্ত ফোনগুলিতে গ্রাহককে ছাড় দিতে চলেছে কোম্পানি। চলুন জানা যাক ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারে,
এন্ট্রি লেভেলে Poco এর ফোন
Poco Days Sale এ কোম্পানি নিজের এন্ট্রি লেভেল ফোন Poco C3 এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। সেখানে গ্রাহক পাবেন ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বিকল্প। অন্যদিকে ৭,৯৯৯ টাকায় গ্রাহক কিনতে পারবেন ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ফোনও। আগে এই ফোনটির বেস বিকল্পের দাম ছিল ৭,৪৯৯ টাকা।
Poco M2 এবং Poco M2 Pro এর ওপর ছাড়
এই সেলে গ্রাহক Poco এর জনপ্রিয় ফোন Poco M2 এবং Poco M2 Pro এর ওপরও ছাড় পেতে চলেছেন। সেখানে Poco M2 এর ৬জিবি+৬৪ জিবি বিকল্পটিকে কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। অন্যদিকে ৬জিবি+১২৮ জিবি বিকল্পটি কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। Poco M2 Pro এর ৪জিবি+৬৪জিবি বিকল্পটির দাম এই সেলে রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। এছাড়া ৬জিবি+১২৮জিবি কে কেনা যাবে ১৩,৯৯৯ টাকার বিনিময়ে।
Poco X3 এর দাম
Poco Days Sale এ গ্রাহক Poco X3 এর ৬জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্ট টিকে কিনতে পারবেন ১৫,৯৯৯ টাকায়। সেখানেই ৬জিবি+১২৮জিবি বিকল্পটির দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি+১২৮জিবি বিকল্পটিকে কেনা যাবে ১৮,৯৯৯ টাকার বিনিময়ে।