আজ ই কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেল শুরু হয়েছে আজ তথা ২৯ তারিখ থেকে। সেখানেই সেল টি শেষ হবে ৩১ তারিখ। অর্থাৎ বছরের শেষ দিন। এই সেলে গ্রাহক বহু জনপ্রিয় মোবাইল কিনতে পারবেন অন্য সময়ের থেকে সস্তা দামে। চলুন জানা যাক অফারগুলি সম্পর্কে,
Realme C15
এই সেলে গ্রাহক Realme C15 কে কিনতে পারবেন ৮৯৯৯ টাকায়। তবে এই দামটি রাখা হয়েছে ৩জিবি +৩২ জিবি বিকল্প টির জন্য। অন্যদিকে ৪ জিবি+৬৪ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে ৮,৯৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৯৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৮,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার
তবে এই ফোনটি ছাড়াও গ্রাহক সেলে কিনতে পারবেন Poco C3, Poco X3, Samsung Galaxy F41, Iphone SE, Motorola razr 5G, Realme 6 সহ বহু ফোনকে। গ্রাহক যদি ফোনগুলি Axis Bank এর কার্ড ব্যবহার করে কেনেন তবে পাবেন অতিরিক্ত ছাড়ও। বলা বাহুল্য, এই ফোনগুলির ওপর আগের সেলে ও ছাড় দিয়েছিল ফ্লিপকার্ট। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কিনতে চান, তবে এট তার জন্য একটি সুযোগ হতে পারে।