ই-কমার্স সাইট Flipkart এ শুরু হতে চলেছে Flipstart Days Sale। এই সেলে গ্রাহক তার প্রয়োজনীয় সমস্ত জিনিস পাবেন আগের থেকে সস্তা দামে। এই সেলে ছাড় দেওয়া হচ্ছে Grocery থেকে শুরু করে ছাড় দেওয়া হচ্ছে ইলেকট্রনিক সামগ্রীর ওপর। এই সেল শুরু হবে ১ তারিখ থেকে অর্থাৎ বছরের প্রথম দিনে। অন্যদিকে সেল চলবে চলবে তিন দিনের জন্য। অর্থাৎ সেলটি শেষ হবে ৩ রা জানুয়ারিতে।
এই সেলে গ্রাহক ঘরের রেশন কিনতে পারবেন ৫০% ছাড়ের সাথে। অন্যদিকে বাচ্চাদের প্রোডাক্টের ওপরেও। এই সেলে গ্রাহক কিনতে পারবেন সেই সমস্ত জিনিস সাধারণের থেকে অনেক কম দামে। এছাড়া ছাড় রয়েছে জামাকাপড়ে এবং জুতোর ওপরেও।
অন্যদিকে ছাড় দেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপরেও। এই সেলে গ্রাহক হেডফোন এবং স্পিকার পাবেন ৭০% ছাড়ের সাথে। অন্যদিকে এই ল্যাপটপগুলি পাবেন ৩০% ছাড়ের সাথে। ছাড় রয়েছে ক্যামেরা এবং তার অ্যাক্সিসারিজ এর ওপরেও। দাম শুরু মাত্র ৭৯৯ টাকা থেকে।