Latest Posts

Iphone থেকে Realme, নিয়ে যান সস্তায়, আর কিছুক্ষণে শেষ হবে Flipkart Electronics Sale

Flipkart Electronics Sale কে শনিবার অর্থাৎ ২৬ এ ডিসেম্বর থেকে শুরু করে দেওয়া হয়েছে। এই সেল চলবে ২৮ তারিখ পর্যন্ত। এই সেলে গ্রাহক ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে পাবেন ১০% অতিরিক্ত ছাড়। এই সেলে কেবল ফোনই নয়, বহু ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর ওপর গ্রাহক পাবেন ছাড়। এছাড়া গ্রাহক পাবেন ইএমআই অফার, এক্সচেঞ্জ অফারও। চলুন জানা যাক কোন ফোনগুলিকে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ছাড়ের সাথে।

Iphone SE 2020

আইফোন প্রায় সকলেই কিনতে চান। কিন্তু বাজেটের কথা মাথায় রেখে কেনা হয়ে ওঠে না। কিন্তু এই সেলে গ্রাহক আইফোন কিনতে পারবেন আগের থেকে অনেক কম দামে। এই সেলে ৪২,৫০০ টাকার আইফোন এসই ২০২০ কে গ্রাহক কিনতে পারবেন ৩২,৯৯৯ টাকা দিয়ে। অর্থাৎ গ্রাহক এই সেলে পাবেন ৯,৫০১ টাকা ছাড়। তবে ছাড়ের সম্ভার এখানেই শেষ নয়। এই সেলে গ্রাহক ১৩,২০০ টাকার এক্সচেঞ্জ অফার ও পাবেন।

Realme X3 Superzoom

এই স্মার্টফোনটি কিনলে গ্রাহক পাবেন ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই ফোনটিকে এই সেলে কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। Realme X3 SuperZoom এ দেওয়া হয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সহ ৬৪ mp এর কোয়াড রয়ার ক্যামেরা সেট আপ। এছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 855+ কে। সাথে রয়েছে ৮ জিবি র‍্যামের সাপোর্ট।

Flipkart এর এই সেলে চলাকালীন অবস্থায় গ্রাহক Iphone 11 Pro এর ৬৪ জিবি বিকল্পটিকে ৭৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ পাবেন ৪,৯০১ টাকা ছাড়। এছাড়া গ্রাহক পাবেন Poco এর ফোনের ওপরও ছাড়। তাছাড়া ডিসকাউন্ট রয়েছে Samsung এবং Redmi এর ওপরেও।

Latest Posts

টেক নিউজ