আজ শেষ হয়ে যাচ্ছে Flipkart এর Black Friday সেল। আর কিছুক্ষণের সময় রয়েছে আপনার হাতে। এই সেলে স্মার্টফোনের ওপর দেওয়া হচ্ছে ৩৩ হাজার টাকা পর্যন্ত ছাড়। কেবল এই টুকুই না BOI এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে সেখানে গ্রাহক পাবেন অতিরিক্ত ৫% ছাড়। চলুন জানা যাক এই সেলে কোন ফোনগুলি কেনা আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক সেই দিনই লঞ্চ করা হবে Moto G 5G ফোনটিকে। সেলে গ্রাহক ছাড় পাবেন Samsung Galaxy S20+ এর ওপর। এছাড়াও LG G8X, Galaxy Note 10+, Oppo F15, Motorola Razr এর ওপর বহু স্মার্টফোনের ওপর ডিল এবং অফার। এছারা গ্রাহক যদি ফোনগুলি কেনার সময় SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে গ্রাহক পাবেন অতিরিক্ত ৫% ছাড়।
Flipkart Black Frifay Sale চলবে ৫ দিনের জন্য। এল চলাকালীন, ইচ্ছুক গ্রাহক Realme Narzo Pro এর ৬জিবি+৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কে কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। অন্যদিকে Poco M2 এর দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু। Samsung Galaxy F41 এর ৬জিবি+৬৪জিবি বিকল্প টিকে এই সেলে গ্রাহক কিনতে পারবেন ১৫,৪৯৯ টাকায়।
কেবল অ্যান্ড্রয়েড ফোন নয়। ছাড় রয়েছে Iphone এর ওপরে ও। এই সেলে গ্রাহক Iphone SE (2020) কে গ্রাহক কিনতে পারবেন ৩২,৯৯৯ টাকায়। এছাড়াও Iphone XR এর ৬৪ জিবি ভ্যারিয়েন্ট টিকে কিনতে পারবেন ৩৮,৯৯৯ টাকায়। বলা বাহুল্য, স্বাভাবিক সময় কোম্পানি তরফ থেকে এই ফোনটিকে ৪৭,৯০০ টাকায় বিক্রি করা হয়। ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত Motorola G9 এর কে এই সেলে বিক্রি করা হচ্ছে ৯৯৯৯ টাকায়, যা স্বাভাবিক দামের থেকে ২,৫০০ টাকা কম।
এইবার কথা বলা যাক মিড রেঞ্জ ফোনের। গ্রাহক এই সেলে Oppo F15 এর ৪জিবি+১২৮জিবি বিকল্প টিকে কিনতে পারবেন ১৪,৯৯০ টাকায়। সেখানেই Galaxy A70s এর ৬জিবি+১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকায়। অফার রয়েছে ফোনটির ৮ জিবি বিকল্পটির ওপরে ও। গ্রাহক এই সেলে গ্রাহক ফোনটিকে পাবেন ২৫,৯৯৯ টাকায়।