Flipkart Big Saving Days সেল সম্পর্কে সম্প্রতি জানিয়ে দিয়েছে জনপ্রিয় ই কমার্স কোম্পানি Flipkart। গ্রাহক এই সেলে গ্রাহক Apple Iphone XR, Realme 6, Samsung Galaxy F41 স্মার্টফোন কিনতে পারবেন অফারের সাথে। এই সেলে যদি গ্রাহক নিজের SBI কার্ড ব্যবহার করে ফোন কেনেন, তবে তিনি পাবেন ১০% অতিরিক্ত ছাড়। এই সেল চলবে ১৭ ই ডিসেম্বর দুপুর ১২ টা পর্যন্ত।
অফার চলছে এই সেল গুলির ওপর
Flipkart Big Saving Days সেলে Realme 6 ভ্যারিয়েন্টে ৮ জিবি র্যামের বিকল্পটিকে গ্রাহক ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে Realme Narzo 20 Pro স্মার্টফোনটিকে কিনতে পারবেন ১৩,৯৯৯ তাকায়। অন্যদিকে Realme 6i কে ১১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে এই সেলে। Samsung Galaxy F41 স্মার্টফোনটিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টের সাথে গ্রাহক কিনতে পারবেন ১৫,৪৯৯ টাকায়। অর্থাৎ গ্রাহক পাবেন ১০০০ টাকার ছাড়ও।