বর্তমানে করোনা ভাইরাসের কারণে স্কুল-কলেজ সব বন্ধ। এই কারণে শিক্ষকদের অনলাইনে তাদের ছাত্র দের ক্লাস করাতে হচ্ছে। কিন্তু অনলাইনে ক্লাস করানো যথেষ্ট বিরক্তিকর। তাই সোমবার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক শিক্ষকদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এলো। এর নাম হচ্ছে এডুকেটর হাব এবং এর মাধ্যমে শিক্ষকরা তাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
এবছর COVID-19 পরিস্থিতিতে বাড়িতে থেকে অনলাইনে পড়াশোনা করাতে শিক্ষকদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি একই ধরনের সমস্যার মুখোমুখি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও। তাদের এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দেওয়ার জন্য ফেসবুকেই নতুন ব্যবস্থাটি নিয়ে এসেছে বলে জানিয়েছে।
একটি প্রেস বিবৃতিতে ফেসবুক জানিয়েছে,” আমরা এই কারণেই এডুকেটার হাব প্রকল্প টি চালু করেছি যাতে আমরা শিক্ষকদের ইনফরমেশন যোগাতে পারি এবং যাতে সকলকে অনলাইন স্কুলে কানেক্টেড রাখা যায়। ”
এই প্ল্যাটফর্মে একটি পরিবেশ সৃষ্টির জন্য এডুকেটর হাব বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন সংস্থার থেকে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে আনা হচ্ছে। এছাড়াও শিক্ষকদের সাহায্যে বড় বড় বিভিন্ন সংস্থার মাধ্যমে ছাত্রদের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে নীতি মূলক শিক্ষা দেওয়া হচ্ছে।
এই নতুন প্ল্যাটফর্মে থাকছে লেসন প্ল্যান, কনভারসেশন স্টার্টার, অ্যাক্টিভিটি, ভিডিও এবং আরো অনেক ধরনের টুল। এই টুলগুলি যুব সমাজকে নতুন কিছু শিখতে আগ্রহী করে তুলবে। এছাড়াও এই অনলাইন টুল এর মাধ্যমে তারা আজকের ডিজিটাল ওয়ার্ল্ড কে আরো ভালোভাবে জানতে পারবে। এছাড়াও এই হাবের মাধ্যমিক শিক্ষকরা অন্য শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবেন। শিক্ষকদের জন্য আলাদা একটি কমিউনিটি স্থাপন করা হয়েছে।এছাড়াও এই প্ল্যাটফর্মে বিভিন্ন সেল্ফ কেয়ার স্ট্র্যাটেজি, মেন্টাল হেলথ টিপস এবং বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত শেয়ার করা হচ্ছে। এগুলির মাধ্যমে ফেসবুক অনলাইন লার্নিং কে আরো উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।