ই মেল বা এসএমএসের মাধ্যমে প্রতারণা করা এখন অনেকটাই পুরানো হয়ে গিয়েছে। এইবার Whatsapp বা টেলিগ্রামের মত মাধ্যমকে ঠকবাজরা ব্যবহার করছেন। কখনও দেওয়া হচ্ছে অনেক টাকার পে ব্যাক অফার কখনো দেওয়া হচ্ছে মোটা টাকা ডিসকাউন্ট। মানকি বিনামূল্যে গাড়ি-বাড়ি দেওয়ার কথা বলছেন ঠকবাজরা।
এটি এমন একটি হোয়াটসঅ্যাপ মেসেজ সামনে উঠে এসেছে যেখানে লেখা রয়েছে 5000 টাকা রোজগার করুন ঘরে বসেই। এই ধরনের মেসেজ এর সাথেই থাকে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই চাওয়া হয় ATM পিন এবং অন্যান্য তথ্য।
নতুন সময় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন তাই সেই কর্মহীনতা কেই ধরে এগিয়ে চলছে ঠকবাজ রা। জাতীয় ভূমি চাকরির ফাদে অনেকেই পা দিয়েছেন বলে সূত্রের খবর। করোনাকালে এই ধরনের জালিয়াতির কথা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের টাকা। এই কারণে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন লিংকে ক্লিক করতে।