ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন শপিং ওয়েবসাইট, সব কিছুতেই আমরা নিজস্ব পাসওয়ার্ড রেখে থাকি। সেই কারণে সহজেই বলা চলে যে আমাদের তথ্য এবং টাকা সুরক্ষিত রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাসওয়ার্ড। সেই কারণে আমাদের সকলেরই জানা উচিৎ কোন পাসওয়ার্ড ব্যবহার করা উচিৎ এবং কোনটি একেবারেই ব্যবহার করা উচিৎ নয়। আজ আমরা এমন কিছু পাসওয়ার্ড সম্পর্কে কথা বলতে চলেছি, যা আপনার একেবারেই ব্যবহার করা উচিৎ নয়। চলুন জানা যাক বিস্তারে,
সাইবার অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা সারাদিন তাকিয়ে বসে থাকে আপনার অ্যাকাউন্ট চালানোর পদ্ধতির দিকে। কোনও ভাবে একটু সুযোগ পেলেই চোখের নিমেষে উধাও হয়ে যেতে পারে সমস্ত তথ্য (অথবা টাকা)। প্রতিদিন লাখ লাখ ক্রেতা এবং গ্রাহক এই সাইবার প্রতারণার শিকার হয়ে চলেছেন। কিন্তু আপনি যদি গোটা বিষয়টিকে ভালো করে বুঝে, এই বিষয়ে সতর্ক হন, তবে খুব সহজে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আপনার তথ্য এবং অর্থ। সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু বিষয়। এর সাথে এমন কিছু পাসওয়ার্ড আছে, যা আপনাদের কোনও ভাবেই ব্যবহার করা উচিৎ নয়। বলা বাহুল্য, বিশেষজ্ঞদের মতে একবার ব্যবহার করা পাসওয়ার্ড আরও একবার ব্যবহার করা কখনই উচিৎ নয়।
সাইবার পর্যবেক্ষকরা বলছেন, আপনি যে একটি পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কতটা ঝুঁকি রয়েছে। তাই ২০২০ সালে বহুল ব্যবহৃত কিছু পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে। এই পাসওয়ার্ডগুলি প্রতারকদের প্রধান টার্গেট। সেই সমস্ত পাসওয়ার্ডগুলি ব্যবহার করলে আপনি নিমেষে হারাতে পারেন নিজের সমস্ত কিছু।
রইল ২০ টি পাসওয়ার্ডের সেই তালিকা, এই পাসওয়ার্ডগুলি ভুলেও করবেন না ব্যবহার-
১২৩৪৫৬, password, 12345678, 12341234, 1asdasdasdasd, Qwerty123, Password1, 123456789, Qwerty1, :12345678secret, Abc123, 111111, startfor, lemonfish, sunshine, 123123123, 1234567890, Password123, 123123, 1234567