ভারতে এখন ইন্টারনেট গ্রাহকদের সাথে কাস্টোমার কেয়ার এর স্ক্যাম বহুল পরিমাণে বেড়ে গিয়েছে। আমাদের যখনই কোনও কাস্টোমার কেয়ারের নং এর প্রয়োজন পরে আমরা গুগল এই সার্চ করি এবং সেই নং এ কল করি। কিন্তু কখনও কখনও সেই নং হয় স্ক্যামারদের। এই স্ক্যামস্টার রা গ্রাহকদের অ্যান্ড্রয়েড ফোনে কিছু অ্যাপ ডাউনলোড করতে বলেন এবং তার মাধ্যমে গ্রাহকদের সমস্ত তথ্য নিয়ে নেন।
আপনার জানা উচিৎ যে রিমোট ডেক্সটপ অ্যাপগুলি মালওয়্যার নয়। এই সার্ভিস ব্যবহার করে অনেক গ্রাহক নিজের অনেক কাজ মিটিয়ে থাকেন। কিন্তু স্ক্যামস্টার রা এই সমস্য অ্যাপ ব্যবহার করেন তাদের কার্য সিদ্ধির জন্য। আমরা আজ আপনাএক এমন কিছু অ্যাপের কথা বলবো যার মাধ্যমে চুরি হয়ে যেতে পারে আপনার টাকা।
এই সমস্ত অ্যাপগুলি হল TeamViewer Quicksupport, Microsoft Remote Desktop, Anydesk Remote Control, AirDroid এবং AirMirror। যদি আপনিও এই অ্যাপ গুলি এখনও ব্যবহার করে থাকেন তবে এখনই ডিলিট করে দিন এই অ্যাপগুলিকে। নয়তো আপনিও হতে পারেন জালিয়াতির স্বীকার।