জনপ্রিত টেক কোম্পানি Samsung এর ফোন Samsung Galaxy S20+ কিনে নিতে পারবেন প্রায় ৩৩ হাজার টাকা কম দামে। তবে তা Samsung এর অফিসিয়াল সাইটে না। সস্তায় ফোনটি কিনত পারবেন ই কমার্স সাইট Flipkart এ। Flipkar Black Friday Sale শেষ হতে আর কিছু সময় বাকি। তার মধ্যে যদি Samsung এর প্রিমিয়াম ফোন Galaxy S20+ আপনি কেনেন, তবে পাবেন ৩৩,০০০ টাকা ছাড়।
দাম
Samsung এর প্রিমিয়াম ফোন Galaxy S20+ এর আসল দাম ৮৩,০০০ টাকা। কিন্তু এই সেলে গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ৪৯,৯৯৯ টাকায়। সেলে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট টিকে কেনা যাচ্ছে ৫,৫৫৬ টাকার EMI বিকল্পের সাথে। এছাড়া গ্রাহক যদি BOI এর কার্ড দিয়ে ফোনটি কেনেন তবে পাবেন ৫% অতিরিক্ত ছাড় ও। অন্যদিকে ফোনটিও ওপর রয়েছে ১৪,৩০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। এখানেই শেষ নয় অফারের ভান্ডার। গ্রাহক Flipkar স্মার্ট আপগ্রেড হতে যদি ফোনটিকে কেনেন তবে ৩৫,৪৯৮ টাকায় কিনতে পারবেন ফোনটিকে।
স্পেসিফিকেশন
Samsung এর প্রিমিয়াম ফোন Galaxy S20+ এ দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির Hd+ Amoled ডিসপ্লে, যার রেজোলিউশন ১৪৪০x৩২০০ পিক্সেল। ফোনটিতে রয়েছে Exynos 990 পাওয়ারফুল প্রসেসর। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে রয়েছে ৬৪ mp এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানেই সেলফির জন্য দেওয়া হতে ১০mp এর একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিকে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ২৫w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।