Oppo স্মার্টফোন কোম্পানি এক মাস আগে বাজেট দামে লঞ্চ করেছিল Oppo A33। Oppo A33 এর দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। ফ্লিপকার্টে প্রস্তুত পেজ থেকে জানা গিয়েছে যে ফোনের দাম কোম্পানি ১,০০০ টাকা কমিয়ে দিয়েছে। অর্থাৎ Oppo এর এই ফোনটি গ্রাহক কিনতে চান, তবে এটি গ্রাহকদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
Oppo A33 এর দাম এবং উপলব্ধতা
Oppo A33 কে লঞ্চ করা হয়েছে ১১,৯৯০ টাকায়। বর্তমানে ফোনটিকে ১,০০০ টাকা ছাড়ের সাথে কিনতে পারবেন এখন গ্রাহক। অর্থাৎ গ্রাহক এখন কিনতে পারবেন ১০,৯৯০ টাকায়। ফ্লিপকার্ট লিস্টিং হতে নতুন দামটি আপডেট করা হয়েছে।
স্পেসিফিকেশন
Oppo A33 এ দেওয়া হয়েছে ৯০ Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Snapdragon প্রসেসর। ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।