পুজোর মরশুমের পর বছর ঘোরার আগে ভারতের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মেকার সংস্থা Honda ও Toyota তাদের গাড়ির উপর অভাবনীয় ছাড়ের ঘোষণা করেছে। এই বিশাল ডিসকাউন্ট এর মধ্যে থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বোনাস। কিন্তু এই অফার সীমিত সময়ের জন্য। এছাড়াও রাজ্যভিত্তিক ও ডিলার ভিত্তিক দামের হেরফের হতে পারে। আজকের এই প্রতিবেদনে মোট ৮ টি Honda ও Totota গাড়ির ওপর কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা সবিস্তারে জানাবো।
Honda Amaze:
Honda Amaze গাড়িটি এই মুহূর্তে কিনলে আপনি ৪৭০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এর মধ্যে ক্যাশ ডিসকাউন্ট পাবেন ২৫০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস পাবেন ১৫০০০ টাকার। এছাড়া এক্সটেন্দেড ওয়ারান্টি হিসাবে ১২০০০ টাকা পাবেন গ্রাহকরা।
Honda Civic:
Honda Civic গাড়িটি ভারতীয় গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। এই গাড়িটা বর্তমানে কিনলে গ্রাহকরা বিশাল ডিসকাউন্ট পাবেন। চলতি অফারে গাড়িটি নিলে গ্রাহকরা ২.৫ লাখ টাকা অব্দি ডিসকাউন্ট পাবেন।
Honda City:
হোন্ডা কোম্পানির আরেক জনপ্রিয় গাড়ি হলো Honda City। এই গাড়িটি বর্তমানে আপনি কিনলে এক্সচেঞ্জ বোনাস হিসাবে ৩০০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন।
Honda Jazz:
Honda Jazz গাড়িটি বর্তমানে কিনলে গ্রাহকরা ৪০০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পাবেন। এরমধ্যে ২৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫০০০ টাকা অব্দি এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন।
Honda WRV:
Honda WRV গাড়িটি বর্তমানে কিনলে গ্রাহকরা ৪০০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পাবেন। এরমধ্যে ২৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫০০০ টাকা অব্দি এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন।
Toyota Innova Crysta:
দিওয়ালির সময় Toyota Innova Crysta কিনলে আপনি ৭৫০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই অফারে ২৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ২০০০০ টাকার কর্পোরেট বোনাস পাবে গ্রাহকরা। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে কিনতে গেলে এক্সচেঞ্জ বোনাস হিসাবে ৩০০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন।
Toyota Yaris:
দিওয়ালির সময় Toyota Yaris কিনলে আপনি ৫০০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই অফারে ১৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ২০০০০ টাকার কর্পোরেট বোনাস পাবে গ্রাহকরা। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে কিনতে গেলে এক্সচেঞ্জ বোনাস বা লয়ালিটি বোনাস হিসাবে ১৫০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন।
Toyota Glanza:
Toyota Glenza কিনলে এখন আপনি ৩০০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই অফারে ১৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ৫০০০ টাকার কর্পোরেট বোনাস পাবে গ্রাহকরা। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে কিনতে গেলে এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১০০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন।