ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে Citroen C5 Aircross SUV। এই গাড়িটি ভারতে লঞ্চ করলে এটি হবে ভারতের প্রথম মিড সাইজ SUV গাড়ি। গাড়ি তৈরি করছে ফ্রান্সের একটি কোম্পানি। এই কোম্পানি ইতিমধ্যেই ফ্রান্সে তৈরি শুরু হয়ে গিয়েছে। গাড়ির প্রোডাকশন ও ট্রাইল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবশ্য ভারতের তামিলনাড়ু তে কোম্পানি খুব শীঘ্রই তাদের নতুন প্রোডাকশন প্লান্ট চালু করতে চলেছে। আসুন আজকের প্রতিবেদনে Citroen C5 Aircross SUV গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন।
Citroen C5 Aircross SUV গাড়িতে বিভিন্ন অত্যাধুনিক স্পেসিফিকেশন আছে। এই গাড়ির সামনে এলইডি স্প্লিট হেড ল্যাম্প আছে যা দেখতে খুবই স্টাইলিশ। গাড়িটিকে স্পোর্ট লুক দেওয়ার জন্য কোম্পানি বাম্পারে লাল রংয়ের স্ট্রাইপ ব্যবহার করেছে। এছাড়াও গাড়িতে ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ৮ ইঞ্চির একটি ইনফোটেইনমেন্ট সেন্টার আছে। এই গাড়িতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল প্লে দুই সাপোর্ট করবে।
Citroen C5 Aircross SUV গাড়িতে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি আছে। এতে লেভেল ২ অটোনমাস ড্রাইভিং সিস্টেম ও অ্যাডভান্স কানেক্টিভিটি ফিচার আছে। গাড়িতে নিরাপত্তার জন্য একাধিক সেফটি ফিচার যেমন এটেনশান এসিস্ট, হাইবিম ফিচার, ব্লাইন্ড স্পট এসিস্ট, হিল হোল্ড এসিস্ট ইত্যাদি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে। ইতিমধ্যে কোম্পানি একাধিক শহরে তাদের এই গাড়ি বিক্রি শুরু করে দিয়েছে।