সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে দেশের শিক্ষাব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি সমস্ত শিক্ষাঙ্গন গত ৫ মাস ধরে বন্ধ। সেইজন্য বর্তমানে দেশের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস নিয়ে শিক্ষাব্যবস্থাকে কিছুটা হলেও সচল রাখার চেষ্টা করছেন। কিন্তু অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রেও বেশকিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। দেশের অনেক ছাত্র-ছাত্রী স্মার্টফোন কিনতে সক্ষম নয় আবার অনেকের অঞ্চলে নেটওয়ার্ক সমস্যার জন্য অনলাইন ক্লাস করতে পারেনা। এই কথা মাথায় রেখে ছত্রিশগড়ের কোরিয়া জেলার শিক্ষক অশোক লোধি এক অভিনব শিক্ষাপন্থার পথ বেছে নিয়েছেন।
ছত্রিশগড়ের কোরিয়া জেলার শিক্ষক অশোক লোধির অভিনব শিক্ষাপন্থার জন্য ইতিমধ্যেই তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তার অঞ্চলের লোকজন তাকে ‘সিনেমা ওয়ালে বাবু’ নাম দিয়েছেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত ছাত্র-ছাত্রী অনলাইন ক্লাস করতে অক্ষম তাদের জন্য এক অভিনব উপায় বার করেছেন। তিনি তার বাইকের পিছনে একটি বড় স্ক্রিনের টিভি ফিট করে নিয়েছেন ও সেই সাথে মাইক স্পিকার ইত্যাদি নিজের সাথে নিয়ে নেন। তারপর তিনি তার অঞ্চলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা অর্জন করার সুযোগ করে দেন।
সিনেমা ওয়ালে বাবু ওরফে অশোক লোধী বলেছেন, দেশের সমস্ত ছাত্র-ছাত্রীর শিক্ষা অর্জন করার সমান অধিকার আছে এবং স্কুল কলেজ বন্ধের জন্য কোন ছাত্র বা ছাত্রী শিক্ষা অর্জনে পিছিয়ে যাক এমনটা তিনি চান না। এই জন্যই তিনি এমন অভিনব শিক্ষাপন্থার কথা ভেবেছেন। তিনি তার সাধ্যের মধ্যে দেশের ভবিষ্যতদের সাহায্য করতে পেরে আপ্লুত।
তিনি আরো বলেছেন এই অভিনব শিক্ষাপন্থা অনুকরণ করতে অতিরিক্ত কোন খরচ করতে হবে না। সিনেমা ওয়ালে বাবু শিক্ষকের ছাত্ররাও এই ধরনের শিক্ষা পেয়ে খুবই খুশি। তারা বলেছে কার্টুন দেখার মত করে পড়তে তাদের বেশ ভালই লাগে। ইতিমধ্যেই সিনেমা ওয়ালে বাবুর অভিনব পন্থার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
Picture Courtesy – ANI
Chhattisgarh: Nicknamed 'cinema wale babu', a teacher in Koriya conducts 'mohalla' classes for school students with TV & speaker on his motorcycle. "I thought this is a good way to attract students," he says
"It's fun. We watch cartoons & study at the same time," says a student pic.twitter.com/cPML94eHTN
— ANI (@ANI) September 12, 2020