আপনিও কি জানতে চান যে কোন খবরটি আসন, কোনটি নকল? আপনার কি সন্দেহ হচ্ছে আপনার হোয়াটস অ্যাপ এ আসা খবরটি ফেক নাকি? আপনি কি ফেক খবরের জন্য নাজেহাল হয়ে পড়েছেন? এইবার থেকে খবরই সত্যি নাকি দেখে তারপর পড়ুন। নিজেই করতে পারবেন চেক। সম্প্রতি লঞ্চ করা হয়েছে ফ্যাক্ট চেকিং হোয়াটসঅ্যাপ Bot। চলুন জানা যাক কি করে করবেন খবর চেক,
সবার আগে +৯১ ৯৫৯৯২ ৯৯৩৭২ নং টিকে সেভ করুন
কারও সাথে কথা বলার সময় প্রথমে কি করতে হয়? প্রথমে সেই নং টিকে সেভ করতে হয়। তারপর আমরা সেই নং এর সাথে হোয়াটস অ্যাপ এ কথা বলতে পারি।
এইভাবে শুরু করুন চ্যাট Bot এর সাথে কথা বার্তা
তারপর আপনি ঠিক সেই ভাবে এই Bot এর সাথে কথা বলতে পারবেন যেভাবে সাধারণ একজন মানুষের সাথে কথা বলেন অন্যদিকে Bot টিও উত্তর দেবে আপনাকে।
তারপর চ্যাট Bot টি আপনাকে তিনটি বকল্প দেবে
যদি আপনি চ্যাটবট টির সাথে কথা বলা শুরু করেন তবে আপনি পাবেন তিনটি বিকল্প। প্রথম বিকল্পে চেক করা হবে ফ্যাক্টটিকে। সেখানে আপনি আপনার খবরের লিংক টি পাঠাবেন এবং ১ বিকল্পটি বেঁছে নেবেন। তারপর সেই চ্যাট টির পুষ্টি করবে Bot। আপাতত এই Bot টিতে রয়েছে দুটি ভাষার বিকল্প।