বিশ্বের বড় বড় ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে দোকান মালিকদের যুদ্ধে একটি নয়া মোড় শুরু হয়েছে। অ্যামাজন এবং ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই দুটি সংস্থা এফডিআই নীতি এবং ফেমা আইন নক্কারজনক ভাবে লংঘন করেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড এর একগুচ্ছ অভিযোগ নিয়ে এসেছে এই দুটি সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার এই অভিযোগ করা ভাবে গ্রহন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রিজার্ভ ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জানিয়েছে।
সিআইডি জাতীয় সভাপতি বিসি ভারতীয় এবং মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানালেন,” সম্প্রতি অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর বিরুদ্ধে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এর কাছে একগুচ্ছ অভিযোগ নিয়ে গিয়েছে সি এ আই টি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রীর অধীনস্থ ডিপার্টমেন্ট অফ প্রমোশন এন্ড ইন্ডাস্ট্রিজ ইন্টার্নাল ট্রেড চলতি মাসে এই দুটি সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জানিয়েছে। এই নির্দেশ সরাসরি পৌঁছেছে রিজার্ভ ব্যাংক এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে।”
দুজনে আরও জানিয়েছেন, এই লিখিত নির্দেশ এর সঙ্গে চারটি অভিযোগ পত্র তারা পাঠিয়েছে। ওই অভিযোগপত্রে লেখা হয়েছে, ফ্লিপকার্ট এবং আদিত্য বিড়লা গোষ্ঠীর মধ্যে চুক্তির সময় এফডিআই নীতি লংঘন করা হয়েছে। বিভিন্ন ই-কমার্স সংস্থাকে খুচরো জগতে উৎপাদন ক্ষেত্রে যে এফডিআই নীতি মেনে চলতে হয় তার লংঘন করা হয়েছে। এছাড়া অ্যামাজনের বিরুদ্ধে ফেমা এবং তার বিধি লংঘন করার অভিযোগ আনা হয়েছে। আর এই অভিযোগের ফলে নতুন করে বেশ কিছুটা চাপে অ্যামাজন ও ফ্লিপকার্ট।