Vi বা ভোডাফোন আইডিয়া সম্প্রতি একটি নতুন সার্ভিস লঞ্চ করে দিয়েছে যার মাধ্যমে আপনি রাত্রিবেলা একেবারে অতিরিক্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন খরচ ছাড়াই। এই নতুন সার্ভিস আপনাকে দেওয়া হবে যদি আপনি 249 টাকার বেশি দামের রিচার্জ করে থাকেন। পাশাপাশি জানিয়ে রাখি রাত্রি বেলা 12 টা থেকে সকাল বেলা 6 টা পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। এই সার্ভিস ইতিমধ্যেই ভোডাফোনের অফিশিয়াল ওয়েবসাইটে লঞ্চ করে দেওয়া হয়েছে।
যেহেতু এখানে কোনো রকম লিমিটেশন নেই তাই ব্যবহারকারীরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া জানিয়ে রাখি, 249 টাকার বেশি দামের প্রিপেড প্ল্যান আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে না হলে কিন্তু এই সার্ভিস আপনারা পাবেন না। ইতিমধ্যেই এই প্ল্যান আপনাকে ইন্টারনেট রোলওভার ফ্যাসিলিটি দিয়ে থাকে । অর্থাৎ আপনারা সারা সপ্তাহের অতিরিক্ত ইন্টারনেট সপ্তাহের শেষে ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এর মধ্যে বেশ কিছু প্ল্যান আপনাকে অফার করে থাকে ডবল ডেটা বেনিফিট অফার।
আপনাদের জানিয়ে রাখি 249 টাকার প্রিপেড প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনাকে অফার করা হয় প্রত্যেকদিন 1.5 জিবি ইন্টারনেট। তার সাথে আপনাকে অফার করা হয় 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং অতিরিক্ত 5gb ইন্টার্নেট যদি আপনি Vi অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করেন। এরপরে তালিকায় আছে 299 টাকার রিচার্জ প্ল্যান। এখানে আপনাকে অফার করা হয়ে থাকে প্রত্যেক দিন 4 জিবি করে ইন্টারনেট। এছাড়া আছে 28 দিনের ভ্যালিডিটি। তারপর আসছে 449 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। সেখানে আপনাকে অফার করা হয় প্রত্যেকদিন 4 জিবি করে ইন্টারনেট। তার সাথে দেওয়া হয় 56 দিনের ভ্যালিডিটি ।
এছাড়াও আছে 599 টাকার প্ল্যান যেখানে আপনাকে প্রত্যেকদিন 1.5 জিবি করে ইন্টারনেট দেওয়া হবে এবং অতিরিক্ত 5gb ইন্টার্নেট দেওয়া হবে। এখানে আপনারা ভ্যালিডিটি পাবেন 84 দিনের। তার সাথে যদি আপনারা Vi অফিশিয়াল অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করেন তাহলে অতিরিক্ত 5GB ইন্টারনেট পেয়ে যাবেন। এরপর রয়েছে 699 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান যেখানে প্রত্যেক দিন আপনারা পাচ্ছেন 4 জিবি করে ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং একেবারে 84 দিনের জন্য। এছাড়াও বেশ কয়েকটি প্ল্যান আপনাকে নাইট ডাটা অফার দেবে । সেগুলির ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা সোজা চলে যান ভোডাফোন আইডিয়া অফিশিয়াল ওয়েবসাইটে।