Vi (Vodafone Idea) নতুনভাবে আত্মপ্রকাশের পর একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে মার্কেটে আসছে। সম্প্রতি তার 148 টাকার প্ল্যান প্যান ইণ্ডিয়া বেসিসে শুরু করে দিয়েছে। বর্তমানে এই প্ল্যান ভারতের সমস্ত রাজ্যে কাজ করবে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চেন্নাই, দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং গোয়া, মুম্বাই, উত্তর-পূর্ব, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
এই 148 টাকার প্ল্যান আপনাকে অফার করে প্রত্যেকদিন এক জিবি করে ইন্টারনেট। এই প্ল্যান ভ্যালিড থাকে 28 দিনের জন্য। আপনারা এখানে ভোডাফোন আইডিয়া মুভিজ এবং টিভি অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন 100 টি করে এসএমএস। এই একই খরচে জিও আপনাকে অফার করে প্রত্যেকদিন 1 জিবি করে ইন্টারনেট কিন্তু 24 দিনের জন্য। তার সঙ্গেই থাকে 100টি করে এসএমএস।
অন্যদিকে এয়ারটেল আপনাকে অফার করে 149 টাকায় 2 জিবি ইন্টারনেট। তার সঙ্গে তাকে 28 দিনের বৈধতা এবং 100 টা এসএমএস। এছাড়াও অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, বিনামূল্যে হ্যালো টিউন আপনারা পেয়ে যাচ্ছেন এয়ারটেল এর তরফ