রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের পর এবারে VoWiFi ফিচারটি চালু করে দিল ভোডাফোন আইডিয়া। তবে আপাতত কিছু সাইকেলের জন্য এই ফিচার চালু করা হয়েছে। সেই তালিকাতে আছে কলকাতা, মহারাষ্ট্র এবং গোয়া। নতুন মঙ্গলবার থেকে কলকাতাতে এই নতুন পরিষেবা চালু করা হয়েছে। এই নতুন পরিষেবা চালু হবার মাধ্যমে আপনারা যারা Vi ব্যবহার করেন কারা যেকোন WiFi নেটওয়ার্ক ব্যবহার করে কল করার সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ছাড়া অথবা দুর্বল মোবাইল নেটওয়ার্ক প্রবণ অঞ্চল গ্রাহকদের দুর্দান্ত কলিং কোয়ালিটি দিতে চলেছে এই নতুন পরিষেবা।
অফিশিয়ালি এখনো পর্যন্ত কোনো বার্তা না মিললেও, কলকাতার কয়েক জন গ্রাহক টুইটারে এই নতুন সার্ভিসের চালু হওয়ার স্ক্রিনশট শেয়ার করেছেন। এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে তাদের মোবাইলে এই নতুন ফিচারটি চালু হয়েছে। কলকাতা মহারাষ্ট্র এবং গোয়ার গ্রাহকদের সরাসরি মেসেজ করে জানানো হয়েছে ভোডাফোন আইডিয়া তরফ থেকে। যদিও অন্যান্য টেলিকম কোম্পানি গুলি এর আগেই তাদের নেটওয়ার্কে VoWiFi ফেসিলিটি চালু করে দিয়েছিল।
কি পরিষেবা যদি আপনি পেতে চান তাহলে আপনার কাছে অবশ্যই 4G সিম কার্ড থাকতে হবে এবং তার সঙ্গে এমন একটি হ্যান্ডসেট থাকতে হবে যাতে VoWiFi সাপোর্ট করে। তবে এর জন্য ওয়াইফাই কানেকশন থাকা অত্যন্ত জরুরী। যদি আপনার কাছে ঠিকঠাক ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি খুবই সহজে সেই কানেকশন ব্যাবহার করে ফোন করতে পারবেন। আর যদি আপনার কাছে সেরকম কোন মোবাইল থাকে তাহলে একটি যেকোনো ওয়াইফাই কানেকশন এর সাথে কানেক্ট করে আপনি অনায়াসে আপনার পরিচিত কে ফোন করতে পারবেন। সাধারণভাবে ফোনের ডায়ালার এর মাধ্যমেই ফোন করতে হবে। যখনই আপনি কল করবেন তখন আপনার সিম কার্ড ওয়াইফাই ব্যবহার করবে।
আপনার ফোনের সেটিংস এ যদি এই অপশন না থাকে তাহলে আপনাকে আপনার ফোন আপগ্রেড করাতে হবে। অথবা যদি সফটওয়্যার আপডেট এর মাধ্যমে এই ফিচার আসে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আপডেট করার পরে ফোন সেটিংস এ ফিচারটি চালু করার আগে সিম প্রোফাইল থেকে VoLTE চালু করে নিতে হবে। চালু হয়ে গেলে আপনার কাছে VoWiFi অপশন আসবে। সেই অপশন চালু করে আপনি ওয়াইফাই ব্যবহার করে কল করতে পারবেন.