ভোডাফোন আইডিয়া Vi এর একটি দুর্দান্ত প্ল্যান ১৪৮ টাকার প্রিপেড প্ল্যান এবারে চালু করে দেওয়া হলো ভারতের তিনটি সার্কেলে। এই তিনটি সার্কেল হলো অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং গুজরাট। আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গেও এই প্ল্যান চালু করা হবে।
এই প্ল্যান এর ক্ষেত্রে আপনারা আনলিমিটেড কলিং, ১ জিবি হাই স্পিড ডাটা প্রতিদিন এবং ১০০টি করে লোকাল এবং ন্যাশনাল এসএমএস প্রতিদিন পেয়ে যাচ্ছেন। তবে এই প্ল্যনের বৈধতা মাত্র ১৮ দিনের জন্য। পাশাপাশি আপনারা Vi Movies and TV এর বেনিফিট পাবেন এই প্ল্যানের সঙ্গে।
এই প্রিপেড প্ল্যান প্রথমত গুজরাটে নিয়ে আসা হয়েছিল। তারপরে দিল্লি সার্কেলে এই প্ল্যান চালু করা হয়। এবারে এই প্ল্যান শুরু হতে চলেছে অন্ধ্রপ্রদেশ সার্কেলে। ১৯ নভেম্বর এই প্ল্যান Vi এর ওয়েবসাইটে দেওয়া হয়েছিল।
সম্প্রতি Vi তাদের ৯৯ টাকার এবং ১১৯৭ টাকার প্রিপেড প্ল্যান সারা দেশে চালু করেছে। এই প্ল্যানে আপনি পাচ্ছেন দুর্দান্ত বেনিফিট।