দেশের বিভিন্ন প্রান্তে প্রিপেইড সিম সম্প্রসারণ এবং নিজের টেলিকম নেটওয়ার্ক আরো বড় করার জন্য উঠে পড়ে লেগেছে Vi। এরই মাঝে ভারতের গ্রাহকদের জন্য চমকপ্রদ একটি অফার নিয়ে হাজির হলো এই টেলিকম কোম্পানি। এই কোম্পানি থেকে একটি নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে যাতে মাত্র ৩৯৯ টাকার বিনিময় আপনারা বিশাল বেনিফিট পেতে চলেছেন। কোম্পানির ওয়েবসাইট থেকে Vi এর সিম কার্ডে অর্ডার করলেই আপনারা এই অফার পেয়ে যেতে চলেছেন। এই বিশেষ প্ল্যানের নাম নেওয়া হয়েছে Digital Exclusive প্ল্যান।
মাত্র ৩৯৯ টাকার এই প্ল্যান একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান। এই মুহূর্তে বাজারে যে সমস্ত টেলিকম সংস্থা গুলি রয়েছে তাদের ফার্স্ট রিচার্জ কুপন এর দাম বেশি। তার তুলনায় ভোডাফোন আইডিয়া অত্যন্ত কম দামের মধ্যে FRC অফার করে থাকে। এই পরিস্থিতিতে গ্রাহক টানার জন্য Vi ৩৯৯ টাকার প্ল্যান লঞ্চ করে দিয়েছে। এই প্ল্যানে আপনারা মাত্র ৩৯৯ টাকা মূল্যের মধ্যে সমস্ত অফার পেয়ে যাবেন। যদিও শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য হলেও, এই প্ল্যান আগে থেকেই অনেক কাস্টমারদের জন্য উপলব্ধ ছিল।
এই প্রিপেইড রিচার্জ প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য এবং প্রত্যেক দিন আপনারা ১.৫ জিবি করে ডাটা পেয়ে যাবেন। অর্থাৎ সবমিলিয়ে ৫৬ দিনের মধ্যে আপনারা পাবেন ৮৪ জিবি ইন্টারনেট। কিন্তু কোন কাস্টমার যদি প্রথম বার রিটেল স্টোর থেকে এই সিম কিনতে যান তাহলে কিন্তু এই অফার তার জন্য থাকবে না। তাকে প্রথমে যেকোনো একটি রিচার্জ প্ল্যান গ্রহণ করে তারপরে এই প্লান রিচার্জ করাতে হবে।
কোম্পানি থেকে জানানো হয়েছে, আপনারা যদি সংস্থার ওয়েবসাইট থেকে Vi এর এই প্ল্যান গ্রহণ করেন তাহলে কিন্তু এই অফার পেতে পারেন। কোম্পানি দাবি করেছে, মাত্র তিন দিনের মধ্যে রিচার্জ প্ল্যান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র ইন্টারনেট নয়, আপনারা যদি ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগ পাবেন বিনামূল্যে। পাশাপাশি থাকবে আনলিমিটেড কলিং এর বেনিফিট।