ভারতের বাজারে ক্রমেই শক্তিশালী হচ্ছে ভোডাফোন ও আইডিয়া মিলিত কোম্পানি Vi বা ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা। এই জনপ্রিয় টেলিকম সংস্থা প্রতিনিয়ত তাদের গ্রাহকের সুবিধার জন্য নতুন নতুন আকর্ষণীয় প্ল্যান আনছে। তাদের এই স্ট্যাটিজিতে লাভবান ও হয়েছেন অনেকে। সম্প্রতি এই টেলিকম সংস্থা তাদের পরিষেবা বৃদ্ধি করতে আরো ২৫ টি নতুন প্রিপেইড প্ল্যানের কথা ঘোষণা করেছে।
আজ অর্থাৎ সোমবার ভারতের জনপ্রিয় টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থা Vi তাদের চেন্নাই ও তামিলনাড়ু সার্কেলে তাদের ব্যবসা বৃদ্ধির জন্য নয়া পদক্ষেপ নিল। তারা আজ চেন্নাই তামিলনাড়ুর গ্রাহকদের জন্য নতুন করে ২৫ টি প্রিপেইড প্ল্যানের কথা ঘোষণা করেছে। তারা তাদের এই নতুন ২৫ টি প্রিপেইড প্ল্যান কম্বো প্যাক হিসেবে তাদের ওয়েবসাইটে লিস্ট করেছে। যদিও এই প্রিপেড প্ল্যান ভয়েস কল ব্যালেন্স ভিত্তিক। এতে প্রধানত ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। ইন্টারনেট ডাটা বা এসএমএস ব্যালেন্স খুব একটা বেশি পাওয়া যাবে না।
Vi তাদের ওয়েবসাইটে মাত্র ২৫ টাকার একটি প্রিপেড প্ল্যান এনেছে যার মাধ্যমে একদিনের মধ্যে গ্রাহক ১০ মিনিটের জন্য যেকোনো লোকাল এসটিডি ও রোমিং কল করতে পারবে। যদিওবা এই প্ল্যানটি এখন শুধুমাত্র তামিলনাড়ু ও চেন্নাই শহরে গ্রাহকদের জন্য উপলব্ধ। বাকি দেশের অন্যান্য জায়গায় খুব তাড়াতাড়ি Vi এর ২৫ টি প্ল্যান পাওয়া যাবে।
প্রসঙ্গত, গতকালই Vi আরো একটি চমকপ্রদ প্ল্যানের ঘোষণা করেছে। নতুন প্ল্যানটি হল ১৪৮ টাকার প্রিপেইড প্ল্যান। এটি এখন শুধুমাত্র অন্ধপ্রদেশ, গুজরাট ও দিল্লি শহরে পাওয়া যাবে। এই প্ল্যান এর মাধ্যমে গ্রাহক প্রতিদিন ১ জিবি ইন্টারনেট ডাটা ও আনলিমিটেড ভয়েস কল করতে পারবে। এই প্ল্যান ১৮ দিনের জন্য বৈধ। এছাড়াও এই প্ল্যানের সাথে গ্রাহকদের বিনামূল্যে Vi Movies ও TV অ্যাপ এর সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন।