দেশের নানা জায়গায় গ্রাহকদের জন্য এবারে আরো বেশি করে উপলব্ধ হতে শুরু করল Vi এর ১১৯৭ টাকার প্ল্যান। My Vi ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, ৬ মাসের ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানে ১১৯৭ টাকায় আনলিমিটেড টকটাইম, প্রতিদিন ১.৫ জিবি করে ডাটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস সহ একাধিক অফার রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগে একটি নির্দিষ্ট সংখ্যার গ্রাহকের মধ্যে সীমিত ছিল এই অফার।
এক্ষেত্রে যারা হোম ক্রেডিট এর মাধ্যমে ফোন কিনবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই অফার কাজ করতো। তবে এবারে আরো অনেক সংখ্যক গ্রাহকের জন্য এই অফার নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। ১,১৯৭ টাকার প্রিপেড প্ল্যান এ আপনারা উইকেন্ড ডেটা রোলওভার এর সুবিধা পাবেন। সারা সপ্তাহে যতটা ডাটা আপনার জমে থাকবে, তা আপনি রবিবার এবং শনিবারে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে Vi মুভি এবং Tv এর পরিষেবা পাবেন আপনি।
বর্তমানে ৬ মাসের বৈধতা বিশিষ্ট প্ল্যান হিসেবে শুধুমাত্র ১১৯৭ টাকার প্ল্যান আছে Vi এর ওয়েবসাইটে। এছাড়া যে ক’টি আনলিমিটেড প্লান রয়েছে সেগুলি ১ বছরের বৈধতা যুক্ত। এক্ষেত্রে জানিয়ে রাখি, Vi এর বড় প্ল্যান হিসেবে ২৩৯৫ এবং ২৩৯৯ টাকার দুটি প্ল্যান আছে।
২৩৯৫ টাকার বেনিফিট একেবারে ১১৯৭ টাকার মতই। তফাৎ শুধু ভ্যালিডিটির। কিন্তু ২৫৯৫ টাকার প্রিপেড প্ল্যান কিছুটা আলাদা। ওই প্রিপেড প্ল্যানে আপনারা প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা এবং এক বছর পর্যন্ত Zee5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।