রিলায়েন্স জিও র সঙ্গে টক্কর দিতে ভোডাফোন আইডিয়ার নতুন ব্র্যান্ড Vi সম্প্রতি তাদের ওয়ার্ক ফ্রম হোম পর্টফলিওতে আরো একটি নতুন প্রিপেইড প্ল্যান যুক্ত করে দিয়েছে। এই প্ল্যান হতে চলেছে ৩৫১ টাকার একটি প্ল্যান এবং এই বিশেষ প্ল্যানে আপনারা বেশ কিছু বেনিফিট পেয়ে যাবেন। আজকেই এই প্ল্যানের ঘোষণা করেছে Vi। আসুন জেনে নিই এই প্ল্যানে কি কি অফার করছে ভোডাফোন আইডিয়া ওরফে Vi।
আগে Vi প্ল্যাটফর্মে ১টি ওয়র্ক ফ্রম হোম প্যাক ছিল। এবার এই নতুন প্যাক আসার ফলে এই সংখ্যা বেড়ে হলো ২। আপনারা My Vi ওয়েবসাইট ভিজিট করলে এই প্ল্যান দেখতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানে আপনার জন্য থাকছে, ৫৬ দিনের জন্য ১০০ জিবি ইন্টারনেট ডাটা।
বর্তমানে যে ২৫১ টাকার প্ল্যান আপনারা Vi প্ল্যাটফর্মে ওয়র্ক ফ্রম হোম প্যাক হিসাবে পেতেন তার দ্বিগুণ বেনিফিট আপনাকে এই প্যাকের সঙ্গে দেওয়া হচ্ছে। যাদের একসাথে অনেক ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যান একেবারে সঠিক। এর আগে ২৫১ টাকার প্ল্যান ছিল ১ মাসের জন্য। এবার এই ২ মাসের প্যাক আপনারা একসাথে কিনলে ১৫১ টাকার সাশ্রয় করতে পারেন।
বর্তমানে এই প্ল্যান অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, কেরালা ও মধ্যপ্রদেশে কাজ করছে। তবে আর কিছুদিনের মধ্যে ভারতের বাকি সার্কেলে এই প্ল্যান চালু করলে দেওয়া হবে। এবার এটাই দেখার যে, এই নতুন ওয়র্ক ফ্রম হোম প্যাক নিয়ে আসার মাধ্যমে Vi কতটা নিজের মার্কেট আবার পুনর্দখল করতে পারে।