দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে ওয়াইফাই সিগন্যাল মাঝে মধ্যেই চলে যায়। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বড় শহর, কম জনবসতি থেকে বেশি জনবসতিপূর্ণ এলাকা এরকম অনেক জায়গায় এমন থাকে যেখানে ইন্টারনেট পরিষেবা ভালোভাবে কাজ করতে চায়না। পাবলিক ওয়াই-ফাই অনেক সময় স্লো হয়ে যায়। কিন্তু এবার এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে খুব শীঘ্রই।
গত বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কয়েক লক্ষ পাবলিক ওয়াই-ফাই হটস্পট তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে। এই ওয়াইফাই তৈরি হয়ে গেলে আপনি স্বাচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যে কোন জায়গায়। রেসিডেন্সিয়াল এলাকা হোক অথবা কোন ভিড় জনবসতিপূর্ণ এলাকা, সব জায়গাতে ইন্টারনেট চলবে একেবারে সুপারফাস্ট।
ইউনিয়ন ক্যাবিনেট থেকে এই সমস্ত ওয়াইফাই অনুমোদন পেয়েছে। এই সরকারি অনুমোদন এর ফলে WANI এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনারা মোবাইল ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এই ওয়াইফাই ব্যবহার করতে আপনার খরচ হবে অত্যন্ত কম। এই অ্যাপ্লিকেশনে আপনাকে একটি ওয়ালেট দেওয়া হবে। এই ওয়ালেটে আপনাকে টাকা আগে থেকে ভরাতে হবে। যদি আপনি কম ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনার খরচ ১০ টাকারও কম হবে। এই টাকা আপনার অ্যাপ্লিকেশনের ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে।
এর আগে গুগল এবং ফেসবুকের মতো সংস্থা পাবলিক ওয়াইফাই ব্যবসা চালু করতে চেয়েছিল। যেকোনো একটি ওয়াইফাই প্রোভাইডার এর সাথে একবার রেজিস্ট্রেশন করলেই আপনি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। যেকোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন না করে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বেশ কয়েক বছর আগে এই নতুন প্রজেক্ট লঞ্চ করার কথা জানিয়েছিল। তবে এই নতুন প্রজেক্ট সবথেকে বেশি কার্যকরী হবে গ্রামীণ এলাকার মানুষদের জন্য।