ভারতীয়দের হাতে চিরাচরিত Twitter একটি অন্য ভার্সন এসে হাজির হলো। এটির নাম দেওয়া হয়েছে KOO। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সহ আরো অনেকে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন বর্তমানে। তাকে টুইটার হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে তারা এই অ্যাপ্লিকেশনে একাউন্ট খোলার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, KOO অ্যাপ্লিকেশনটি একেবারে টুইটারের ধাঁচে তৈরি হয়েছে।
KOO এর চিফ এক্সিকিউটিভ অফিসার অপেরামেয়া রাধা কৃষ্ণ বলেছেন, “আমরা ২০১৯ সাল নভেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনে কাজ করা শুরু করেছিলাম। বিদ্যমান প্ল্যাটফর্ম গুলিতে সমস্ত কথা বলা হয় ইংরেজিতে। কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটি হবে আলাদা। নিজের ভাষা প্রতি আপনার দক্ষতা দেখাতে পারেন এখানে।”
বর্তমানে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন লঞ্চ করে দেওয়া হয়েছে। আপনি যেভাবে টুইটারে প্রকাশ্যে আপনার মতামত জানাতে পারতেন, ঠিক সেভাবেই KOO অ্যাপ্লিকেশনেও আপনার মতামত জানাতে পারবেন। এছাড়া অন্য ব্যবহারকারীদের পোস্ট আপনারা দেখতে পারবেন। মোবাইল নম্বর ব্যবহার করে আপনাকে সাইন ইন করতে হবে। তারপরে ব্যবহারকারীরা ফেসবুক, ইউটিউব এবং টুইটার ফিড এর পাশাপাশি KOO এর প্রোফাইল লিঙ্ক করতে পারবেন।