ভারতের অন্যতম বড় ব্রডব্যান্ড নেটওয়ার্ক টাটা স্কাই ব্রডব্যান্ড সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ২০০ এমবিপিএস আনলিমিটেড প্লান। তারা নিজেদের ৩০০ এমবিপিএস প্ল্যানের দাম পরিবর্তন করে এই নতুন প্ল্যান নিয়ে এসেছে। টাটা স্কাই ব্রডব্যান্ড বর্তমানে পাঁচটি আলাদা আলাদা আনলিমিটেড প্লান অফার করছে যেখানে আপনারা ৫০ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস অব্দি স্পিড পেয়ে যাবেন।
টাটা স্কাই ব্রডব্যান্ডের ২০০ এমবিপিএস প্ল্যান আপনারা ১০৫০ টাকা দিয়ে গ্রহণ করতে পারবেন যেখানে আপনি ৩,৩০০ জিবি অবধি আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন। আপনারা এখানে পাবেন বিনামূল্যে রাউটার এবং সব সময় ভালো কানেকশন। আপনাকে ইনস্টলেশন চার্জ এর জন্য ৫০০ টাকা দিতে হবে এবং সিকিউরিটি ডিপোজিট হিসাবে ১,০০০ টাকা দিতে হবে। এই সিকিউরিটি ডিপোজিট এর টাকা আপনি ফেরত পাবেন।
অন্যদিকে, টাটা স্কাই ব্রডব্যান্ডের ৩০০ এমবিপিএস এর প্ল্যানের দাম আগে ছিল ১,৯০০ টাকা, যেখানে এই প্ল্যানের দাম কমিয়ে করা হয়েছে ১,৫০০ টাকা। তবে, এখানে আপনারা ২০০ এমবিপিএস এর স্পিড পাবেন সঙ্গে পাবেন আরো অনেক বেনিফিট। বর্তমানে মুম্বাই, নবী মুম্বাই, কল্যান-দোম্বিওয়ালি, নতুন দিল্লি, পুনে, থানে, বেঙ্গালুরু এবং চেন্নাই এই অফার কাজ করবে।
সবকটি প্ল্যান মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজের সঙ্গে আসছে। এছাড়াও আপনারা টাটা স্কাই ব্রডব্যান্ড এর তরফ থেকে ল্যান্ডলাইন সার্ভিস পেয়ে যাবেন এই প্ল্যান এর সঙ্গে। টাটা স্কাই ব্রডব্যান্ড যে যে জায়গায় কাজ করে তার ৯০% জায়গাতে তারা নিজেদের ব্রডব্যান্ড প্লান এর দাম পরিবর্তন করেছে।