দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। সম্প্রতি তারা এনেছে আরো একটি নতুন প্ল্যান যেখানে আপনারা প্রতিমাসে মাত্র 100 টাকা খরচ করলেই ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সঙ্গে আনলিমিটেড কলিং। আসুন এক নজরে এই প্ল্যানের ব্যাপারে জানা যাক।
আপনি যদি সস্তায় কোনো প্ল্যান খুঁজতে চান, তাহলে এই 1299 টাকার প্ল্যান আপনার জন্য যথাযথ। এই প্ল্যান 336 দিনের জন্য ভ্যালিড। অর্থাৎ, আপনি এখানে প্রতিমাসে 108 টাকা খরচ করে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট এবং অন্যান্য বেনিফিট। একবার রিচার্জ করলেই আপনি পাবেন পুরো বছরের বৈধতা। আর আপনি যদি কোনো মাসিক প্ল্যানের ব্যাপারে সন্ধান করেন,তাহলে এটা হবে খুব ভালো। এই রিচার্জ করলে আপনি পাবেন যেকোনো নেটওয়ার্ক এ আনলিমিটেড কলিং করার সুবিধা।
অন্যদিকে যদি আপনার ডাটা সুবিধা লাগে তাহলে আপনি সর্বমোট পাবেন 24 জিবি ইন্টারনেট। এছাড়াও আনলিমিটেড কলিং এর সাথেই থাকছে 3600 এসএমএস করার সুযোগ। সাথেই সব জিও অ্যাপ এর সাবস্ক্রিপশন থাকছে। পাশাপাশি এই প্ল্যান jio র 149 টাকার প্ল্যানের থেকেও 40 টাকা বেশি সাশ্রয়ী।