গত বছর ডিসেম্বর মাসে প্রত্যেকটি টেলিকম কোম্পানি নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। এবার পুনরায়, ভারতের দুটি বড় বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল আবারো তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এবং লকডাউন এর কারণে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের উপর বেশ কিছুটা চাপ পড়েছে। এই কারণেই এই দুটি কোম্পানি নিজের প্ল্যানের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে এই নতুন ট্যারিফের ব্যাপারে।
আপনাদের জানিয়ে রাখি, গতবছর সমস্ত কোম্পানির সমস্ত প্ল্যানের দাম ১০ থেকে ৪০% বৃদ্ধি করা হয়েছিল। যার মধ্যে ছিল এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সমস্ত প্ল্যানগুলি। একটি জনপ্রিয় সংবাদ সংস্থার রিপোর্টে আবারো উঠে এসেছে, যে এই দুটি কোম্পানি নিজের প্ল্যানের দাম আবারো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর মাসে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সমস্ত প্ল্যানের দাম ২ থেকে ৫% বৃদ্ধি করা হতে পারে। শুধু তাই নয় এরপর প্রত্যেক ছয় মাস অন্তর, এই প্ল্যানের দাম আরো ১০% করে বৃদ্ধি পেতে থাকবে। যদিও এখনও টেলিকম কোম্পানীগুলির তরফ থেকে এই দাম বৃদ্ধির ব্যাপারে কোনো সদুত্তর দেওয়া হয়নি।
শুধুমাত্র এই সংবাদ সংস্থার রিপোর্টে নয়, ভারতীয় স্টেট ব্যাংকের বিশ্লেষক রাজিব শর্মা তার একটি রিপোর্টে জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই ট্যারিফ প্ল্যানের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত জুলাই মাসেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যে করোনাভাইরাস এর কারণে সৃষ্টি হওয়া বিরূপ পরিস্থিতিকে সামাল দিতে ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করতে হতে পারে। বর্তমান পরিস্থিতি থেকে মনে হচ্ছে, সেই আশঙ্কাই আর কিছুদিনের মধ্যে সত্যি হতে চলেছে।