পোষ্টপেইড ব্যবহারকারীদের জন্য Vi অত্যন্ত ভাল একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে বিভিন্ন সস্তার প্ল্যান, এবং বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দেওয়া হয়। পোষ্টপেইড মার্কেটে Vi অত্যন্ত জনপ্রিয় একটি নেটওয়ার্ক। পার্সোনাল ব্যবহারকারীদের পাশাপাশি Vi তাদের ফ্যামিলি প্যাক ব্যবহারকারীদের জন্য অনেকগুলো প্ল্যান নিয়ে আসে। তবে এই টেলিকম অপারেটর কোম্পানি সম্প্রতি তাদের দুটি প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এই দুটি প্ল্যান হলো ৫৯৮ এবং ৭৪৯ টাকার। ৫০ টাকা দাম বৃদ্ধি হয় ওই দুটি প্ল্যান বর্তমানে যথাক্রমে ৬৪৯ এবং ৭৯৯ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।
এইগুলি কোন সাধারণ প্ল্যান নয়, বরং এই কোম্পানির RED ফ্যামিলি প্ল্যানের অংশ এগুলি। যেখানে যেখানে RED ফ্যামিলি প্লান অফার করা হয় সেখানে এই নতুন দাম কার্যকরী হয়ে যাবে। পুরনো দামে আর আপনারা এই দুটি প্লান ব্যবহার করতে পারবেন না। তাই এটি VI এর পোস্ট পেড ব্যবহারকারীদের জন্য একটি খারাপ খবর তো বটে।
৫৯৮ টাকার প্ল্যানে ( বর্তমানে ৬৪৯ টাকা ) আপনারা পাচ্ছেন প্রথম ব্যবহারকারীর জন্য ৫০ জিবি ইন্টারনেট। এবং দ্বিতীয় ব্যবহারকারীর জন্য ৩০ জিবি ইন্টারনেট। অন্যদিকে, ৭৪৯ টাকার প্ল্যানে ( বর্তমানে ৭৯৯ টাকার প্ল্যান ) পাচ্ছেন প্রথম ব্যবহারকারীর জন্য ৬০ জিবি ইন্টারনেট। পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় ব্যবহারকারীর জন্য ৩০ জিবি করে ইন্টারনেট। দুটি প্ল্যান ২০০ জিবি ডেটা রোল ওভার ফেসিলিটির সাথে আসে।
অন্যান্য বেনিফিট এর মধ্যে রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি, ন্যাশনাল রোমিং কল ভারতের যে কোন নেটওয়ার্কে। অন্যদিকে আছে বিনামূল্যে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম, zee 5, এবং Vi Movies and TV এর সাবস্ক্রিপশন।
যদিও Vi এর পোর্টফোলিওতে ৮টি পোস্ট পেইড প্লান রয়েছে। এবং সম্প্রতি দাম বেড়েছে মাত্র ২টি প্ল্যানের, তবুও অনেকে মনে করছেন এবার থেকে Vi এর প্রায় প্রত্যেক প্ল্যানের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এর আগেও Vi হালকা একটি আভাস দিয়েছিল যে নতুন বছরে তাদের প্ল্যানের দাম তারা ধীরে ধীরে বাড়াতে শুরু করে দেবে। হয়ত এই ২টি প্ল্যানের মাধ্যমেই তাদের এই পদক্ষেপ শুরু হলো।