গ্রাহকদের আকর্ষণ করতে প্রায়শই নতুন নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম সংস্থা। Jio, Airtel, Vi সমস্ত কোম্পানি তাদের গ্রাহকদের জন্য একাধিক প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। মাত্র 200 টাকা কম এই সমস্ত প্ল্যান আপনাকে অফার করছে দুর্দান্ত ডেটা বেনিফিট এবং দু লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুযোগ। আসুন দেখে নেওয়া যাক তালিকা।
Jio –
149 টাকা এবং 199 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান আপনি পাচ্ছেন। এতে আপনাকে 149 টাকা রিচার্জ প্লান এ প্রত্যেকদিন এক জিবি করে ইন্টারনেট অফার করা হচ্ছে এবং আনলিমিটেড কলিং এর সুবিধা আপনি পাচ্ছেন। এ ছাড়া থাকছে 24 দিন ভ্যালিডিটি এবং প্রত্যহ 100 টা করে এসএমএস বিনামূল্যে করার সুযোগ। অন্যদিকে 199 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলে আপনি পাবেন প্রত্যেকদিন 1.5 জিবি করে ইন্টারনেট। তার সঙ্গে থাকছে 28 দিনের ভ্যালিডিটি এবং 100 টি করে বিনামূল্যে এসএমএস করার সুবিধা। তার সাথে আনলিমিটেড কলিং এর সুবিধা তো থাকছেই।
Airtel –
200 টাকার কমে এয়ারটেল অফার করে আপনাদের তিনটি প্রিপেড প্ল্যান। কোম্পানি 149 টাকায় প্রিপেড প্ল্যান 28 দিনের জন্য ভ্যালিড থাকে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 2জিবি হাই স্পিড ইন্টারনেট। তার সাথে যাচ্ছে আনলিমিটেড কলিং। তার সঙ্গেই থাকে অ্যামাজন প্রাইম এর 30 দিনের বিনামূল্যে ট্রায়াল’। এছাড়াও 300 টি এসএমএস অতিরিক্ত কোনো খরচ ছাড়া ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে যদি আপনি 179 টাকার প্রিপেইড রিচার্জ প্লান রিচার্জ করেন তাহলে আপনি পাবেন আনলিমিটেড কলিং, তার সঙ্গে থাকছে 2 জিবি ইন্টারনেট, 300 টি ফ্রি এসএমএস। এছাড়াও থাকছে 28 দিনের ভ্যালিডিটি। এই প্ল্যান আপনাকে ভারতী আক্সা লাইফ ইন্স্যুরেন্সের দু’লাখ টাকার পর্যন্ত জীবন বীমার সুযোগ দিয়ে দিচ্ছে। এছাড়াও অ্যামাজন প্রাইম এর 30 দিনের ট্রায়াল ব্যবহার করতে পারবেন।
199 টাকার প্রিপেড প্ল্যান আপনাকে প্রত্যেকদিন 1 জিবি করে ইন্টারনেট দেবে। এখানে আপনাদের 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। তার সাথে আপনারা পাচ্ছেন রোজ একশটি করে এসএমএস করার সুবিধা এবং আনলিমিটেড কলিং। তার পাশাপাশি আপনাকে অ্যামাজন প্রাইম ভিডিও 30 দিনের জন্য ট্রায়াল’ করতে দেওয়া হচ্ছে।
Vi –
ভোডাফোন আইডিয়া আপনাকে 148 টাকা, 149 টাকা এবং 199 টাকার প্ল্যান অফার করে। 148 টাকা রিচার্জ প্ল্যান করলে আপনি আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। তার সাথেই থাকছে প্রতিদিন 100 টি করে এসএমএস করার সুবিধা। তবে জানিয়ে রাখি এটার বৈধতা কিন্তু মাত্র 18 দিন।
149 টাকায় প্রিপেড রিচার্জ প্ল্যান আপনাকে দেবে তিন জিবি ইন্টারনেট। তার সাথে থাকছে 28 দিনের ভ্যালিডিটি এবং 300 টি এসএমএস করার সুবিধা। এছাড়াও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। এছাড়াও যদি আপনি কোম্পানির ওয়েবসাইট থেকে রিচার্জ করেন তাহলে অতিরিক্ত 1gb ইন্টার্নেট পাবেন।
199 টাকার প্রিপেড রিচাজ প্লান রিচার্জ করালে আপনারা প্রত্যেকদিন এক জিবি করে ইন্টারনেট পাবেন। তার সাথে পাচ্ছেন 100 টি এসএমএস বিনামূল্যে করার সুবিধা। এই প্ল্যান ভ্যালিড থাকে 24 দিনের জন্য।