আমরা বর্তমানে প্রায় সকলে 4G কানেক্টিভিটি যুক্ত স্মার্টফোন ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে পুরো নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইন্টারনেটের গতি অত্যন্ত স্লো হয়ে থাকে। এই মুহূর্তে অনেকেই জানতে চান কিভাবে ইন্টারনেটের গতি দ্রুত করা সম্ভব। যদি আপনার স্মার্টফোনে বড় কোন সমস্যা না থাকে, অথবা যদি আপনার এলাকাতে ওই নেটওয়ার্ক প্রোভাইডারের পরিষেবা খারাপ না থাকে তাহলে নিম্নলিখিত কয়েকটি সেটিং পরিবর্তনে আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড আবারো ফিরে আসবে।
১) যদি আপনার মোবাইলের ইন্টারনেট অত্যন্ত স্লো চলতে থাকে তাহলে প্রথমে আপনার সেটিং চেক করুন। ফোন সেটিং এ গিয়ে নেটওয়ার্ক সেটিং বিকল্পটি ট্যাপ করুন।
২) এখানে Preferred Network Type অপশনে গিয়ে 4G অথবা LTE বেছে নিন।
৩) ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য একসেস পয়েন্ট নেটওয়ার্ক অর্থাৎ APN এর সেটিং পরিবর্তন করুন। হাই স্পিড ইন্টারনেট এর জন্য APN সঠিক থাকা অত্যন্ত প্রয়োজন। APN সেটিং থেকে পরিবর্তন করুন। প্রত্যেকটি নেটওয়ার্ক প্রোভাইডারের আলাদা আলাদা APN থাকে। এই কারণে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের APN কি সেটা আগে দেখে নিন।
৪) সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এর উপরে নজর রাখুন। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট অত্যন্ত বেশি খরচ করতে থাকে। তাই এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার হয়ে গেলে বন্ধ করে দিন। এছাড়া অটো প্লে, ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ রাখুন।
৫) সময় সময় ক্যাসে ক্লিয়ার করুন। ক্যাসে ডেটা অনেক সময় ইন্টারনেটের গতি স্লো করে দেয়।