শুধুমাত্র টেলিকম সেক্টর না ব্রডব্যান্ডের বাজারেও বেশ জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। এবারে জিও ফাইবার এবং এয়ারটেল হোম এর মত ব্রডব্যান্ড প্রোভাইডারদের টক্কর দিতে চলে এল কলকাতার অন্যতম বড় ইন্টারনেট প্রোভাইডার সংস্থার মেঘবেলা ব্রডব্যান্ড। খুব কম দামে এই কোম্পানি ভয়েস, ভিডিও, ডাটা এবং একগুচ্ছ OTT অ্যাপ্লিকেশন অফার করতে চলেছে। আপনারা ফাইবার টু দ্যা হোম বা FTTH এর মাধ্যমে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় ঘরে বসে এই ব্রডব্যান্ড উপভোগ করতে পারবেন।
মেঘবেলা ব্রডব্যান্ড এর ডিরেক্টর তপব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন,” দেশের প্রথম সারির বেশ কিছু OTT প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন প্রাইম, হাঙ্গামা, গানা এর সঙ্গে আমরা জোট করেছি। এছাড়াও বাংলার জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম হইচই, আড্ডা টাইমস এবং বঙ্গ টিভি আমাদের পার্টনার হয়েছে।”
সারা দেশে বর্তমানে ১,৫০,০০০ এর বেশি ব্যবহারকারী রয়েছে Meghbela Broadband নেটওয়ার্কে। বর্তমানে এই কোম্পানির Android Box ব্যবহারকারীর সংখ্যা ৫০,০০০ পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে বর্তমানে মেঘবেলা ব্রডবান্ড এর ব্যবহারকারীর সংখ্যা ২,০০,০০০। তবে এবারে শুধুমাত্র বাংলা না, বাংলার বাইরে নিজেদের ব্যবসা বৃদ্ধি করতে চলেছে মেঘবেলা।
তপব্রত মুখোপাধ্যায় আরও জানিয়েছেন,”মেঘবেলা বাংলার একেবারে শেষ প্রান্তের মানুষদেরও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেয়। বাজারের বড় বড় প্রতিযোগীদের থেকে অনেক কম টাকাতেই আমরা ইন্টারনেট প্রোভাইড করি। ভারতের মানুষের কাছে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেবার জন্য আমাদের চার্জ অত্যন্ত কম। আমাদের কোনো ফিক্সট ইউজেস পলিসি নেই। গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে সব থেকে বড় কথা হল, আমাদের সার্ভিস সম্পূর্ণভাবে বিজ্ঞাপন ব্যতিরেকে শুরু করা হয়েছে। আপাতত মেঘবেলার টার্গেট PM-Wani স্কিম। কারণ এই স্কিমে প্রচুর পরিমাণে পাবলিক ওয়াই-ফাই স্থাপন করা হবে। এর কারণে মেঘবেলার মত স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির প্রয়োজন বাড়বে।”
ভয়েস ভিডিও এবং ডাটার জন্য Meghbela ব্যবহার করে লাইসেন্স বিহীন ২.৪ Ghz এবং ৫.৮ Ghz স্পেক্ট্রাম ব্যান্ড। সম্প্রতি এন্ড্রয়েড বক্স লঞ্চ করার জন্য এই কোম্পানিটি গুগলের সাথে হাত মিলিয়েছে। এর মাধ্যমে আপনারা আপনার সাধারন টেলিভিশনকে স্মার্ট টিভিতে কনভার্ট করতে পারবেন এবং OTT কনটেন্ট দেখতে পাবেন।
আগামী আর কিছুদিনের মধ্যে মেঘবেলা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চলেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট ফোন থেকে নানা বিধ কনটেন্ট দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন থাকলে গ্রাহকদের আর এন্ড্রয়েড বক্স ব্যবহার করতে হবে না। এই মুহূর্তে ১৬টি রাজ্যে সার্ভিস প্রোভাইড করে থাকে মেঘবেলা। তারমধ্যে ১০,০০০ কিলোমিটার ওভারহেড ফাইবার নেটওয়ার্ক এবং ২,০০০ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে মেঘবেলার।