এবার থেকে যদি আপনাদের ল্যান্ডলাইন থেকে কোন মোবাইল নম্বরে ফোন করতে হয় তাহলে অবশ্যই যোগ করতে হবে নম্বর এর আগে একটি ‘ 0 ‘। আজ থেকে কার্যকর হয়ে গেল এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম অনুযায়ী যদি এই শূন্য না বসান তাহলে কিন্তু আপনি কল করতে পারবেন না। গত বছর নভেম্বর মাস থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল। রাজ্যের যেকোনো মোবাইল নম্বরে ফোন করতে হলে এখন থেকে আপনাকে এই নতুন নির্দেশিকা পালন করতে হবেই।
আপনারা হয়তো সকলেই জানেন, মোবাইল নম্বর থেকে ল্যান্ডলাইনে ফোন করতে হলে অবশ্যই সেই এলাকার এসটিডি কোড আগে বসাতে হয়। না হলে কিন্তু কল করা যায় না। কিন্তু এবারে এই একই রকম নিয়ম কার্যকর হয়ে গেল ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে কল করার জন্য। এতদিন পর্যন্ত মোবাইল ফোনে ল্যান্ডলাইন থেকে খুব সহজে কল করা যেত। মাঝেমধ্যে যদি আপনাদের রাজ্যের বাইরে ফোন করতে হতো তখন 0 ডায়াল করতে হতো।
কিন্তু আজ থেকে রাজ্যের প্রত্যেকটি মোবাইল নম্বরের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকর হবে। গত ২০ নভেম্বরেই নিয়ে কেন্দ্রের টেলিকমিউনিকেশন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছিল। যা আজ থেকে কার্যকর হওয়া শুরু হলো। অপরদিকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন নির্দেশিকা জারি করে জানিয়েছিল, প্রত্যেকটি টেলিকম সংস্থাকে এই নতুন নিয়মের ব্যাপারে তাদের গ্রাহকদের অবগত করতে হবে। জানানো হয়েছিল যদি কোন ল্যান্ড লাইন গ্রাহক, কোন মোবাইল গ্রাহক কে কল করে তখন যেন এই নির্দেশিকা বাজে।
কিন্তু এয়ারটেল এবং জিও এই নির্দেশিকা পালন করলেও এখনো পর্যন্ত বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া এরকম কোনো ঘোষণা শুরু করেনি। DOT এর নির্দেশ অনুযায়ী তাদেরকে খুব তাড়াতাড়ি এই ঘোষণা শুরু করতে বলা হয়েছে। আবার কয়েকজন বলছেন, ট্রাই বিগত মে ২০২০ সালে এরকম একটি নিয়ম নিয়ে এসেছিল। সেই নিয়মে সার্ভিস এরিয়ার বাইরের কোন নম্বরে ফোন করতে হলে 0 ডায়াল করতে হতো। মনে করা হচ্ছে ওই নির্দেশিকা সংশোধন করে নতুনভাবে নিয়ে আসা হয়েছে সকল ল্যান্ডলাইন গ্রাহকের জন্য।