যারা প্রতিমাসে প্রিপেইড রিচার্জ করে থাকেন তাদের জন্য ভারতের বড় টেলিকম অপারেটর কোম্পানিগুলো Airtel, Jio, Vi নিয়ে হাজির হয়ে গেছে বেশ কিছু দুর্দান্ত প্ল্যান মাত্র ২৪৯ টাকায়। এই সমস্ত প্ল্যানে আপনারা পাচ্ছেন ২৮ দিনের ভ্যালিডিটি এবং থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা। এছাড়াও আপনারা পাবেন আকর্ষণীয় ডাটা পরিষেবা। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন প্ল্যানে আপনারা কি কি বেনিফিট পেতে চলেছেন।
প্রথমে আসা যাক জিও র ২৮৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে। এই অফারে আপনারা ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে নেট পাবেন। অর্থাৎ আপনার সর্বমোট ইন্টারনেট এর পরিমাণ হবে ৫৬ জিবি। এক্ষেত্রে আপনারা জিও থেকে জিও নম্বরে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কের নম্বরে থাকছে ১০০০ মিনিট পর্যন্ত FUP লিমিট। এছাড়াও আপনারা প্রতিদিন ১০০টি করে এসএমএস করতে পারবেন বিনামূল্যে।
এবার আসা যাক, Vi এর ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের ক্ষেত্রে। এখানে আপনারা প্রত্যেকদিন .১.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ। ২৮ দিন পর্যন্ত আপনারা এই প্যাকেজ ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকবে উইকেন্ড ডেটা রোলওভার এর সুবিধা। এই প্লান রিচার্জ করলে আপনারা Vi movies এবং TV এর পরিষেবা উপভোগ করতে পারবেন।
সবশেষে আসা যাক Airtel এর ২৪৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে। এখানে আপনাদের জন্য দেওয়া হচ্ছে প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট। তার সাথেই থাকছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য।
তবে তুলনা করলে দেখা যাবে এক্ষেত্রে সবথেকে বেশি ডেটা বেনিফিট পাবেন Jio এর ক্ষেত্রে। কারণ প্রতিদিন Jio আপনাকে অফার করছে ২ জিবি করে ইন্টারনেট। অপরদিকে, Airtel এবং Vi আপনাকে দিচ্ছে প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট। আবার কলিং এর দিক থেকে কিন্তু Airtel আর Vi অনেকটা এগিয়ে আছে Jio এর থেকে।